সংক্ষিপ্ত
ইংলিশ প্রিমিয়ার লিগ টেবলে উপরের দিকে উঠে আসছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আগামী মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করাই এরিক টেন হ্যাগের দলের প্রাথমিক লক্ষ্য।
১২ বছর আগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে ঠিক যেভাবে গোল করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা ওয়েন রুনি, রবিবার একইরকম গোল করলেন আলেজান্দ্রো গার্নাচো। ইংলিশ প্রিমিয়ার লিগে রুনির প্রাক্তন দল এভার্টনের বিরুদ্ধে বিস্ময় গোল করলেন এই তরুণ উইঙ্গার। ম্যাচের তৃতীয় মিনিটেই দিয়োগো দালতের ক্রস থেকে ওভারহেড কিকে অসামান্য গোল করেন গার্নাচো। তাঁর এই গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই গোল দেখে উচ্ছ্বসিত। রুনির গোলের সঙ্গে গার্নাচোর গোলের তুলনা শুরু হয়েছে। গত এক দশকে ইপিএল-এর অন্যতম সেরা গোল করে ফেলেছেন গার্নাচো। এই তরুণ ফুটবলার রাতারাতি সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছেন।
উচ্ছ্বসিত এরিক টেন হ্যাগ
গার্নাচোর এই বিস্ময় গোল দেখে উচ্ছ্বসিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলেছেন, ‘এবারের মরসুমে এখনও অনেক ম্যাচ বাকি। তবে বোধহয় মরসুমের সেরা গোল হয়ে গেল। অবিশ্বাস্য গোল হল। তবে এখনই ওয়েন রুনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করা উচিত নয়। আমার মনে হয়, এই তুলনা ঠিক নয়। রুনি, রোনাল্ডোর নিজেদের পরিচিতি আছে। কিন্তু গার্নাচোকে এখনও অনেকদূর যেতে হবে। ওকে কঠোর পরিশ্রম করতে হবে। ওকে ধারাবাহিকভাবে এটা করে যেতে হবে। এখনও পর্যন্ত ও ধারাবাহিক নয়। তবে ওর মধ্যে অবশ্যই দারুণ কিছু করার ক্ষমতা আছে। এর আগেও আমরা ওকে অসাধারণ গোল করতে দেখেছি। কিন্তু রুনি বা রোনাল্ডোর মতো খেলোয়াড় হয়ে উঠতে হলে ওকে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০-২৫ গোল করতে হবে। সেটা করা সহজ নয়। তবে ওর মধ্যে সেই সম্ভাবনা আছে।’
বিস্ময় গোল করে খুশি গার্নাচো
এই গোলের পর গার্নাচো বলেছেন, ‘আমি কীভাবে গোল করেছি সেটা দেখিনি। আমি শুধু দর্শকদের চিৎকার শুনতে পাই এবং উচ্ছ্বসিত হয়ে উঠি। আমার কেরিয়ারের অন্যতম সেরা গোল করলাম। আমি খুব খুশি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
English Premier League: চেলসিকে ৪-১ উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ নম্বরে নিউক্যাসল