FIFA Club World Cup 2025: জমে উঠেছে ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ। এবার বড় জয় চেলসির।
FIFA Club World Cup 2025: সহজ জয়। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সহজ জয় তুলে নিল চেলসি। আমেরিকার লস অ্যাঞ্জেলেস এফসিকে ২-০ গোলে পরাজিত করল ইংল্যান্ডের এই জায়ান্ট ক্লাবটি।
সেইসঙ্গে, যথেষ্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ হল বোকা জুনিয়র্স বনাম বেনফিকার মধ্যেও। সেই ম্যাচ ২-২ গোলে ড্র হলেও তিনজন ফুটবলারকে লাল কার্ড দেখতে হল এদিন। ওদিকে আবার এস তুনিসকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ফ্লামেঙ্গোকে। সিয়াটল সাউন্ডার্সকে ২-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করেছে বোটাফোগো।
প্রসঙ্গত, এবার আমেরিকার মাটিতে বসেছে ক্লাব বিশ্বকাপের আসর
তবে ঘরের মাঠে সমর্থন কাজে লাগাতে পারল না লস অ্যাঞ্জেলেস এফসি। চেলসির দাপটে কার্যত, উড়ে গেল তারা।। মোট ৬৬% বলের দখল ছিল ইংল্যান্ডের ক্লাবের কাছে এবং প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মোট ১৭টি শট মেরেছে তারা। অপরদিকে, লস অ্যাঞ্জেলেস মাত্র ৭ বার চেলসির গোল লক্ষ্য করে শট মারতে সক্ষম হয়েছে। খেলার ৩৪ মিনিটের মাথায়, চেলসিকে এগিয়ে দেন পর্তুগিজ ফুটবলার পেদ্রো নেটো। দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান আরও বাড়ান আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ। ফলে, দুই গোলের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে চেলসি।
অন্যদিকে, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স এবং পর্তুগালের ক্লাব বেনফিকার মধ্যে টান টান লড়াই দেখা গেল। প্রথমার্ধে জোড়া গোল করে এগিয়ে যায় বোকা জুনিয়র্স। সেও দলের হয়ে গোল করেন মিগুয়েল মেরেন্টিয়েল এবং রদ্রিগো বাট্টাগলিয়া। আর প্রথমার্ধের ঠিক আগে, এক গোল শোধ করে দেন অ্যাঙ্খেল দি মারিয়া। এরপর দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে, সমতা ফেরান নিকোলাস ওটামেন্ডি।
তবে ম্যাচটিতে কিন্তু বেশ কয়েকবার সাময়িক উত্তেজনা তৈরি হয়। একটু ফিজিক্যাল হয়ে যাওয়ায়, রেফারি কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হন। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখেন বোকা জুনিয়র্সের ফুটবলার হেরেরা। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৭২ মিনিটে, বেনফিকার আন্দ্রিয়া বেলোত্তি এবং ৮৮ মিনিটে বোকা জুনিয়র্সের জর্জ ফিগাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষপর্যন্ত, একটি ম্যাচে তিনটি লাল কার্ড এবং ম্যাচটি ড্র হয়।
আর কোন কোন দল জয় পেল?
ইতালির ক্লাব ফ্ল্যামেঙ্গো সহজেই হারিয়ে দিয়েছে টিউনিসিয়ার ক্লাব এস তুনিসকে। সেই ম্যাচে দুটি গোল করে ফ্লামেঙ্গো। এরপর ১৭ মিনিটে, জিয়োর্জিয়ান ডে আরাসকায়েটা এবং ৭০ মিনিটে লুইজ় আরাউজ়ো গোল করেন। তবে ম্যাচে তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি তুনিস।
এমনকি, হারতে হয়েছে আমেরিকার আর এক ক্লাব সিয়াটল সাউন্ডার্সকেও। ইতালির বোটাফোগোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে তারা। ইতালির ক্লাবের হয়ে ২৮ মিনিটে, জায়ের কুনহা এবং ৪৪ মিনিটে ইগর জেসাস গোল করেন। এরপর ৭৫ মিনিটে, ক্রিশ্চিয়ান রোল্ডান এক গোল শোধ করেন। কিন্তু পয়েন্ট ঘরে তুলতে পারেনি সিয়াটল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
