FIFA CWC 2025: শুরু থেকেই জমে গেল ফিফা ক্লাব বিশ্বকাপ। বড় জয় পেল বায়ার্ন মিউনিখ।  

FIFA CWC 2025: ফিফা ক্লাব বিশ্বকাপ যেন জমে উঠছে ক্রমশ। দ্বিতীয় দিনেই নয়া রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব পরাজিত করল নিউজ়িল্যান্ডের অকল্যান্ড সিটি এফসিকে। তবে যে সে ভাবে পরাজিত নয়, একেবারে ১০-০ ব্যবধানে জয়। পরিসংখ্যান বলছে, ফিফা পরিচালিত কোনও প্রতিযোগিতায় এর আগে এত বড় ব্যবধানে কোনও দল জয় পায়নি। সেইসঙ্গে, শুরুটা বেশ ভালোই করল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল পিএসজি। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।

প্রসঙ্গত, এবার ক্লাব বিশ্বকাপে রয়েছে মোট ৩২টি দল। এই মেগা প্রতিযোগিতার আকর্ষণ বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। অকল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধেই এদিন ৬-০ গোলে এগিয়ে যায় ৩৪ বারের বুন্দেশলিগা জয়ী দল বায়ার্ন মিউনিখ। প্রথম গোলটি করেন কিংসলে কোম্যান। ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোল করেন তিনি। এরপর খেলার ১৮ মিনিটে, সাচা বোয়ি এবং ২০ মিনিটে মাইকেল ওলিস গোল করেন বায়ার্নের হয়ে। 

তার ঠিক এক মিনিট পর, নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চার নম্বর গোলটি করে ফেলেন কোম্যান

বায়ার্নের সামনে এই ম্যাচে দাঁড়াতেই পারেনি অকল্যান্ড। তারপর ৪৫ মিনিটে, গোল করেন টমাস মুলার। সংযুক্তি সময়ে ওলিস আরও একটি গোল করেন।

এর আগে ২০০২ সালে, আল জাজ়িরার কাছে আল হিলালের ১-৬ গোলে হার ছিল সর্বাধিক ব্যবধান। সেই রেকর্ড তো প্রথমার্ধেই ছাপিয়ে যায় বায়ার্ন। পরিবর্ত হিসেবে নেমে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন জামাল মুসিয়ালা। খেলার ৬৭, ৭৩ এবং ৮৪ মিনিটে গোল করেন তিনি। তারপর ৮৯ মিনিটে, দলের হয়ে ১০ নম্বর গোলটি করেন টমাস মুলার। 

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকে ছন্দেই রয়েছে পিএসজি। রবিবার, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধেও রীতিমতো দাপট দেখাল তারা। ম্যাচের ১৯ মিনিটে, দলকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ়। তাঁর দূরপাল্লার শটে গোল আসে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভিটিনহার গোলে ব্যবধান আরও বাড়ায় লুই এনরিকের ছেলেরা।

এরপর আবার ৫৭ মিনিটে, অ্যাটলেটিকোর হয়ে একটি গোল শোধ করেন ইউলিয়ান আলভারেজ। কিন্তু VAR প্রযুক্তির সাহায্যে তা বাতিল করে দেন রেফারি। তারপর খেলার ৮৭ মিনিটে, পিএসজি-র হয়ে তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলু এবং সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল পান লি কাং। প্রায় ৭৪% বলের দখল নিয়ে ম্যাচে জয় পায় প্যারিসের এই ক্লাবটি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।