FIFA club World Cup 2025: ক্লাব বিশ্বকাপেও কিন্তু একের পর এক অঘটন ঘটছে। তবে আবার গোলও হচ্ছে অনেক।
FIFA club World Cup 2025: ফিফা ক্লাব বিশ্বকাপে দুটি বড় দল আটকে গেল মঙ্গলবার রাতে। ইন্টার মিলান ১-১ গোলে ড্র করেছে মেক্সিকোর ক্লাব মন্টেরের বিরুদ্ধে এবং বরুসিয়া ডর্টমুন্ড গোলশূন্য ড্র করেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিরুদ্ধে।
তবে এদিন জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোডি সানডাউন্স এবং আর্জেন্টিনার ফুটবল দল রিভারপ্লেট। রিয়াল মাদ্রিদের হয়ে এক সময় চুটিয়ে খেলেছেন সার্জিও র্যামোস। তারপর একাধিক ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি আপাতত মন্টেরেতে খেলছেন। এবার সেই র্যামোসই ইন্টারের বিরুদ্ধে এগিয়ে দিয়েছিলেন দলকে।
তবে প্রথমার্ধেই সমতা ফেরান ইন্টারের লাউটারো মার্টিনেজ
তবে গোটা ম্যাচে চেষ্টা করেও আর গোল করতে পারেনি ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধে লাউটারোর একটি গোল অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি। উল্লেখ্য, এই ম্যাচেই ইন্টারের নতুন কোচ হিসাবে আত্মপ্রকাশ করলেন ক্রিশ্চিয়ান চিভুর। তবে তিনি দলকে জেতাতে পারলেন না।
এদিন মেটলাইফ স্টেডিয়ামে ,দর্শকাসনের অনেকটা ফাঁকাই ছিল। যারা ছিলেন, তাদের মধ্যে আবার বেশিরভাগ মানুষই সমর্থন করেছেন ফ্লুমিনেন্স ফুটবল দলকে। এই ম্যাচে ডর্টমুন্ড আবার সেইভাবে গোলের সুযোগই তৈরি করতে পারল না। বরং, বরুসিয়া ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবেল দু’-একটি সেভ না করলে ম্যাচটি হয়ত হেরেও যেতে পারত জার্মানির ক্লাবটি।
ওদিকে আবার সানডাউন্স ১-০ গোলে হারিয়ে দিয়েছে জাপানের উলসান এইচডিকে। খেলার ৩৬ মিনিটে, ম্যাচের একমাত্র গোলটি করেন ইকরাম রেনার্স। জাপানের আরেকটি ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসও এদিন পরাজিত হয়েছে।
রিভারপ্লেটের কাছে ৩-১ গোলে হার স্বীকার করেছে তারা
আর্জেন্টিনার ক্লাবটির হয়ে গোল করেন ফাকুন্দো কোলিদিয়ো, ম্যাক্সিমিলিয়ানো মেজ়া এবং সেবাস্তিয়ান দ্রুইসি। এদিন গোলের সময় উরাওয়ার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় দ্রুইসির। তারপর তিনি যন্ত্রণায় কাবু হয়ে পড়েন। ফলে, সঙ্গে সঙ্গেই তাঁকে তুলে নিতে হয়।
তবে আমেরিকাতে আয়োজিত ক্লাব বিশ্বকাপে দর্শকদের সাড়া খুবই খারাপ। মানে সেইভাবে সাড়াই মিলছে না। একাধিক ম্যাচে প্রচুর দর্শকাসন ফাঁকা থেকে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসে চেলসির ম্যাচে ৭১ হাজার দর্শকাসনের স্টেডিয়ামে হাজির ছিলেন মাত্র ২২ হাজার সমর্থক। চেলসির কোচ এনজ়ো মারেস্কা জানান, “অদ্ভুত পরিবেশে খেললাম। প্রায় ফাঁকা ছিল স্টেডিয়াম। তবে পেশাদার হিসাবে আমাদের মানিয়ে নিতেই হবে পরিস্থিতির সঙ্গে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
