FIFA Club World Cup Final 2025: এবার লড়াই ফাইনালের মঞ্চে। মুখোমুখি পিএসজি বনাম চেলসি।
FIFA Club World Cup Final 2025: ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি পিএসজি বনাম চেলসি। রবিবার রাতে, মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। ইতিমধ্যেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের দখল নিয়েছেন পিএসজি সমর্থকরা (fifa club world cup 2025 final)।
রবিবার, ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির বিরুদ্ধে খেলতে নামছে চ্যাম্পিয়ন্স লিগে সেরার শিরোপা ছিনিয়ে নেওয়া দল পিএসজি। এমনিতে গোটা মরশুম জুড়েই দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। সমর্থকদের আশা, এবার ক্লাব বিশ্বকাপের ফাইনালেও জয় পাবে এই ফরাসি ক্লাবটি। আর সেইজন্যই কার্যত, হাজার হাজার সমর্থক উপস্থিত হয়েছেন আমেরিকাতে (psg vs chelsea club world cup)।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয় যেন পিএসজি সমর্থকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে
তবে ফাইনাল ম্যাচে নামার আগে কোনওভাবেই যেন আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন পিএসজি-র হেডকোচ লুই এনরিকে। চলতি মরশুমের পঞ্চম ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে থাকা এনরিকে ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে জানিয়েছেন, "আমাদের প্রথম লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়া। কারণ, এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। গতবছর পিএসজি-তে যখন যোগ দিয়েছিলাম, তখন এটাই আমার প্রধান লক্ষ্য ছিল এবং রবিবার আমাদের সামনে আরও একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। সেটা হল ক্লাব বিশ্বকাপ। আর সেইদিকেই আমরা এখন ফোকাস করছি।”
গত ২০২৪-২৫ মরশুমে লুই এনরিকের দল মতো চারটি ট্রফি জিতেছে
যার মধ্যে রয়েছে ফরাসি লিগ, কুপে দ্য ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ। শেষেরটি রীতিমতো মেগা ট্রফি। এবার তাদের লক্ষ্য হল ক্লাব বিশ্বকাপ। কিন্তু তাই বলে চেলসিকে একেবারেই হালকা ভাবে নিতে চাইছেন না এনরিকে। তাঁর কথায়, “ফাইনাল ম্যাচটি নিয়ে আমাদের যথেষ্ট সতর্ক রয়েছি। কারণ, ম্যাচটি মোটেও সহজ হবে না। চেলসি কোচ এনজো মারেস্কার কোচিং আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া মারেস্কার কোচিং-এ চেলসি যেভাবে পাসিং ফুটবল খেলছে, তা রীতিমতো মুগ্ধ করছে আমাদের। আসলে ব্যক্তিগত দক্ষতা সম্পন্ন ফুটবলার রয়েছে সেই দলে। একইসঙ্গে প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে। শারীরিকভাবে ভীষণই শক্তিশালী ওড়া। তাই আমার মনে হয়, ভীষণ কঠিন একটা ম্যাচ হতে চলেছে। তাছাড়া চেলসি কনফারেন্স লিগেও চ্যাম্পিয়ন হয়েছে এবং ইপিএলে চতুর্থ হয়েছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে তারা। অতএব, মাঠে আমাদের ১০০% দিতে হবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

