সংক্ষিপ্ত

Thomas Muller: জার্মানির ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার টমাস মুলার। তিনি বায়ার্ন মিউনিখেরও কিংবদন্তি। জাতীয় দল ও ক্লাবকে অনেক সাফল্য এনে দিয়েছেন মুলার।

Thomas Muller to leave Bayern Munich: চলতি মরসুমের শেষে জার্মানির (Germany) সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ছাড়ছেন টমাস মুলার (Thomas Muller)। ২০০৭ সালে বায়ার্ন মিউনিখ টু দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান মুলার। পরের মরসুমেই তাঁকে এই ক্লাবের মূল দলে সুযোগ দেওয়া হয়। তারপর থেকে ক্লাব ছাড়েননি মুলার। বায়ার্ন মিউনিখের হয়ে ২ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১২ বার বুন্দেশলিগা, ২ বার উয়েফা সুপার কাপ, ২ বার ফিফা ক্লাব বিশ্বকাপ, ৮ বার ডিএফএল-সুপারকাপ জিতেছেন এই স্ট্রাইকার। ৩৫ বছর বয়সি মুলার চলতি মরসুমে বুন্দেশলিগায় ২৫ বার মাঠে নেমেছেন। তবে নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না। ৮ ম্যাচে প্রথম একাদশে ছিলেন। ২৫ ম্যাচে মাত্র এক গোল করেছেন। কেরিয়ারের সেরা সময় পেরিয়ে এসেছেন। এই কারণেই হয়তো মুলারকে আর রাখছে না বায়ার্ন মিউনিখ।

ক্লাব বিশ্বকাপে শেষ ম্যাচ

১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টেই বায়ার্ন মিউনিখের হয়ে শেষবার খেলতে নামবেন মুলার। তাঁর বিদায়ী ম্যাচে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। ক্লাব প্রেসিডেন্ট হারবার্ট হেইনার বলেছেন, ‘টমাস মুলার হলেন বাভারিয়ান রূপকথার কেরিয়ারের সংজ্ঞা। তিনি বাভারিয়া ও বায়ার্নের সঙ্গে বেড়ে উঠেছেন। অ্যামারসি থেকে আলিয়াঁজ এরিনা, এশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, সব জায়গায় তিনি রাজত্ব করেছেন। অন্য কেউ এতবার বুন্দেশলিগা জেতেননি। ৩৩টি ট্রফি তাঁর কেরিয়ার ব্যাখ্যা করছে। তিনি এফ সি বায়ার্নের ইতিহাসে সেরা ব্যক্তিত্বদের অন্যতম।’

বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ মুলার

মুলার বলেছেন, ‘আজকের দিনটি আমার কাছে স্পষ্টতই অন্য দিনের মতো নয়। এফ সি বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের কেরিয়ার এবারের গ্রীষ্মের পর শেষ হয়ে যাচ্ছে। এটি আমার কাছে অবিশ্বাস্য যাত্রা। অনন্য অভিজ্ঞতা অর্জন করেছি, দুর্দান্ত লড়াই করেছি এবং অবস্মরণীয় সাফল্য পেয়েছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।