সংক্ষিপ্ত
আগামী ১৮ই নভেম্বর বিশ্বকাপের ফাইনালে মেসিদের মুখোমুখি হতে হবে ফ্রান্স অথবা মরোক্কোর। এই ম্যাচেও মেসি সুলভ ফুটবলই দেখা যাবে বলে আশা সমর্থকদের। তবে মেসিদের উপর একেবারেই ভরসা রাখছেন না রোনাল্ডো নাজারিয়ো।
ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের ছাড়পত্র পেল আর্জেন্টিনা। কাপ জেতার স্বপ্ন পূরণ করতে মেসিদের সামনে আর একটা ধাপ। বিশ্বকাপের শুরুতে সৌদি আরবের কাছে হার বাদ দিলে দূরন্ত ফর্মে খেলছে নীল-সাদা বাহিনী। গ্রুপ পর্বেরও আর একটাও ম্যাচ হারতে হয়নি আর্জেন্টিনাকে। শেষ চারের লড়াইয়েও সহজ জয়ের পর এবার ফাইনালে মেসিরা। আগামী ১৮ই নভেম্বর বিশ্বকাপের ফাইনালে মেসিদের মুখোমুখি হতে হবে ফ্রান্স অথবা মরোক্কোর। এই ম্যাচেও মেসি সুলভ ফুটবলই দেখা যাবে বলে আশা সমর্থকদের। তবে মেসিদের উপর একেবারেই ভরসা রাখছেন না রোনাল্ডো নাজারিয়ো। বরং ফাইনালে পৌঁছলেও আর্জেন্টিনা কাপ জিততে পারবেন না বলেই তাঁর ধারণা।
বিশ্বকাপের শুরু থেকেই কাপ জয়ের দাবিদার হিসেবে রোনাল্ডোর নজর ব্রাজিল ও ফ্রান্সের উপর। কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। তবু এখন পর্যন্ত টিকে রয়েছে ফ্রান্স। এই প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'ব্রাজিল বা ফ্রান্সের মধ্যে কেউ বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপ শুরু থেকেই অনুমান করেছিলাম। ব্রাজিল আর প্রতিযোগিতায় নেই। আমার মনে হচ্ছে এবার ফ্রান্সেই কাপ আসবে।' কিন্তু কাপ জয়ের দাবিদার হিসেবে রোনাল্ডোর তালিকায় কেন নেই আর্জেন্টিনা? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন,'আর্জেন্টিনা মেসির উপর ভীষণভাবে নির্ভরশীল। মেসি আটকে গেলে দলটার জেতা কঠিন। কিন্তু ফ্রান্সের বিষয়টা সেরকম নয়। অনেকগুলো ভাল ফুটবলার রয়েছে। কোনও একজনের উপর নির্ভরশীল নয়। ওদের জেতার সম্ভাবনা বেশি।'
সেমি ফাইনালে গতবারের রানার্স ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল ২০১৪ সালের রানার্স আর্জেন্টিনা। ৮ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে মেসিরা। ব্রাজিলে সেবার জার্মানির কাছে ০-১ গোলে হেরে রানার্স হতে হয়েছিল। এবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য আর্জেন্টিনার। ফাইনালে ফ্রান্স বা মরক্কো, যে দলের বিরুদ্ধেই খেলতে হোক না কেন, জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না নীল-সাদা জার্সিধারীরা। ৩৬ বছর পর দেশকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করে প্রয়াত অধিনায়ক ও কোচ দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা জানানোই মেসিদের লক্ষ্য। সেই লক্ষ্যে তাঁরা ভালভাবেই এগিয়ে চলেছেন। আর এক ধাপ বাকি।
আরও পড়ুন -
জুলিয়ান আলভারেজের জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৩-০ উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
এমবাপের সঙ্গে লড়াই, কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি
স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে জালিয়াতির মামলায় রেহাই নেইমারের