FIFA World Cup 2026: ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে বারোটি করে দল থাকছে। প্রতিটি পট থেকে একটি করে দল বারোটি গ্রুপে জায়গা করে নেবে।
FIFA World Cup 2026: আগামী বছরের ফিফা বিশ্বকাপের সূচি শুক্রবার জানা যাবে (FIFA World Cup 2026 Draw)। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত সাড়ে দশটায় গ্রুপ পর্বের ড্র শুরু হবে। এই প্রথম বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ৪৮টি দল অংশ নিতে চলেছে। ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে। ফিফা ডট কম এবং ফিফা ইউটিউব চ্যানেলে এই ড্র সরাসরি দেখা যাবে (fifa world cup 2026 draw pots)।
রাত সাড়ে দশটায় গ্রুপ পর্বের ড্র শুরু হবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সবকটি দলকে নিয়ে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। কম্পিউটারের সাহায্যে এই ড্র আয়োজিত হবে। ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে বারোটি করে দল থাকছে। প্রতিটি পট থেকে একটি করে দল বারোটি গ্রুপে জায়গা করে নেবে। আয়োজক দেশ কানাডা, মেক্সিকো, আমেরিকার সঙ্গে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি প্রথম পটে রয়েছে।
পট দুই-তে রয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া রিপাবলিক, ইকুয়েডর, অস্ট্রিয়া এবং অস্ট্রেলিয়া। তৃতীয় পটে রয়েছে নরওয়ে, পানামা, মিশর, আলজিরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, টিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকা। পট চার-এ রয়েছে জর্ডন, কাবো ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি, ডি এবং ফিফা প্লে-অফ টুর্নামেন্ট ১, ২-এর দলগুলি।
বিশ্বকাপে ৪৮টি দলের মধ্যে ৪২টি দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে
ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা স্পেন ও আর্জেন্টিনা এবং তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ফ্রান্স ও ইংল্যান্ড ফাইনালের আগে মুখোমুখি হবে না। এমনভাবেই ড্র অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ কনমেবল অঞ্চলের দুটি দলকে একই গ্রুপে রাহা হবে না।
চারটি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ড্রয়ের আগে ও পরে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। আসন্ন বিশ্বকাপে ৪৮টি দলের মধ্যে ৪২টি দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

