সংক্ষিপ্ত

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুতে ছন্দ পাচ্ছিলেন না বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তবে লা লিগায় ছন্দ ফিরে পেলেন এই স্ট্রাইকার। ফলে স্বস্তিতে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর লা লিগায় প্রথম গোল করলেন কিলিয়ান এমবাপে। রবিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে রিয়াল বেটিসের বিরুদ্ধে জোড়া গোল করলেন এমবাপে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন এই ফরাসি স্ট্রাইকার। তিনি ৬৭ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন এই স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগা ম্যাচে প্রথম গোল করে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এমবাপে। এর আগে চলতি লা লিগায় প্রথম ৩ ম্যাচ খেলে গোল পাননি এই স্ট্রাইকার। ফলে তিনি হতাশ হয়ে পড়ছিলেন। শেষপর্যন্ত গোল পেলেন এই ফরাসি তারকা। তিনি স্যান্তিয়াগো বার্নাব্যুকে বিশ্বের সেরা স্টেডিয়াম হিসেবে বর্ণনা করেছেন। সেই স্টেডিয়ামে গোল করতে পেরে খুশি এমবাপে। ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার আগে লা লিগায় গোলখরা কাটাতে পেরে উচ্ছ্বসিত এই স্ট্রাইকার। তাঁর জোড়া গোলে গুরুত্বপূর্ণ জয় পেল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন এমবাপে।

লা লিগায় গোল পেয়ে খুশি এমবাপে

রিয়াল বেটিসের বিরুদ্ধে জোড়া গোল করার পর এমবাপে বলেছেন, ‘অসাধারণ মুহূর্ত ছিল। আমি এই কিংবদন্তি স্টেডিয়ামে গোল করার আশায় ছিলাম। আমি এই স্টেডিয়ামকে বিশ্বের সেরা বলে মনে করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের জয়। লাস পালমাসের বিরুদ্ধে ম্যাচের পর আমাদের দলের এই ম্যাচে জয় পাওয়া জরুরি ছিল। এই ম্যাচ কঠিন ছিল। তবে আমরা রিয়াল মাদ্রিদ।’

লা লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

রিয়াল বেটিসের বিরুদ্ধে জয় পাওয়ার ফলে ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চলতি লা লিগায় লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ওয়েস্টহ্যামের বিরুদ্ধে আর্লিং হ্যালান্ডের হ্যাটট্রিক, প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় ম্যান সিটির

রাফিনহার হ্যাটট্রিক, লা লিগায় ৭ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা

নতুন ফর্ম্যাটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কঠিন লড়াইয়ে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি