কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। জোড়া গোল করলেন রিচার্লিসন।
- Home
- Sports
- Football
- FIFA WC 2022 Live Updates: রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারিয়ে দিল ব্রাজিল
FIFA WC 2022 Live Updates: রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারিয়ে দিল ব্রাজিল
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ব্রাজিল পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অভিযান। এদিন প্রথমে ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে সুইৎজারল্যান্ড। এরপর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উরুগুয়ের ম্যাচ। ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় ঘানার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ শুরু। এরপর মধ্যরাতে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ। সৌদি আরব, জাপানের মতো দক্ষিণ কোরিয়াও চমক দেখাতে পারবে কি না, সেটা দেখার অপেক্ষায় এশিয়ার ফুটবলপ্রেমীরা। মাঠের বাইরের সমস্যা মিটিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেমন পারফরম্যান্স দেখান, সেদিকেও সবার নজর থাকবে। পাশাপাশি ব্রাজিলের প্রথম ম্যাচ নিয়েও উত্তেজিত সমর্থকরা। নেইমাররা প্রথম ম্যাচ জিতবেন, আশাবাদী সমর্থকরা।
- FB
- TW
- Linkdin
৬২ মিনিটে প্রথম গোল করার পর ৭৩ মিনিটে ফের গোল করলেন রিচার্লিসন। তাঁর দ্বিতীয় গোলটি এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। ২-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল।
৬২ মিনিটে রিচার্লিসনের করা গোলে সার্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল।
প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট হয়েছে। এবার দ্বিতীয়ার্ধে সার্বিয়ার বিরুদ্ধে গোলের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন ব্রাজিলের স্ট্রাইকাররা।
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না ব্রাজিল। বিরতির সময় ম্যাচ গোলশূন্য।
সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ শুরু হয়ে গেল। কাতারে প্রথম ম্যাচ জিতে এবারের বিশ্বকাপের শুরুটা ভালভাবে করাই লক্ষ্য ব্রাজিলের।
জাতীয় সঙ্গীতের পরেই শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। মাঠে নেমে পড়ছেন নেইমাররা।
আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। অপেক্ষায় ব্রাজিলের সমর্থকরা।
আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। মাঠে নামার জন্য তৈরি নেইমার, ভিনিসিয়াস জুনিয়ররা।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে দিল পর্তুগাল। গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও। ঘানার হয়ে গোল করেন আন্দ্রে আয়িউ ও ওসমান বুকারি।
ঘানার বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে গেল পর্তুগাল। ৭৮ মিনিটে গোল করলেন হোয়াও ফেলিক্স, ৮০ মিনিটো গোল করলেন রাফায়েল লিয়াও।
৭৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরালেন ঘানার আন্দ্রে আয়িউ। ম্যাচের ফল এখন ১-১।
ক্যামেরুনের রজার মিল্লা বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করেছেন। তিনি গোল করেছিলেন ৪২ বছর ৩৯ দিন বয়সে। রোনাল্ডো গোল করলেন ৩৭ বছর ২৯২ দিন বয়সে।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি আলাদা প্রতিযোগিতায় গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে তাঁর করা গোলে ঘানার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল পর্তুগাল।
উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। পর্তুগাল-ঘানা ম্যাচও কি সেভাবেই শেষ হবে? চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনও গোল করতে পারেনি কোনও দল।
ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু এখনও গোল পাননি তিনি।
ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে বারবার বিপক্ষের বক্সে হানা দিচ্ছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এখনও গোল করতে পারেননি তিনি। ম্যাচ এখনও গোলশূন্য।
ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে বারবার বিপক্ষের বক্সে হানা দিচ্ছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এখনও গোল করতে পারেননি তিনি। ম্যাচ এখনও গোলশূন্য।
ঘানার বিরুদ্ধে ম্যাচে এখনও গোল না পেলেও, শুরু থেকেই গোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশ ভাল খেলছেন তিনি।
কাতার বিশ্বকাপে মাঠে নেমে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল।