02:26 AM (IST) Nov 25

সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়, বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করল ব্রাজিল

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। জোড়া গোল করলেন রিচার্লিসন।

02:03 AM (IST) Nov 25

৭৩ মিনিটে রিচার্লিসনের দ্বিতীয় গোল, সার্বিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে ব্রাজিল

৬২ মিনিটে প্রথম গোল করার পর ৭৩ মিনিটে ফের গোল করলেন রিচার্লিসন। তাঁর দ্বিতীয় গোলটি এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। ২-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল।

01:51 AM (IST) Nov 25

৬২ মিনিটে গোল করলেন রিচার্লিসন, সার্বিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ব্রাজিল

৬২ মিনিটে রিচার্লিসনের করা গোলে সার্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল। 

01:36 AM (IST) Nov 25

ব্রাজিল-সার্বিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল, এখনও কোনও দল গোল করতে পারেনি

প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট হয়েছে। এবার দ্বিতীয়ার্ধে সার্বিয়ার বিরুদ্ধে গোলের লক্ষ্যে ঝাঁপাচ্ছেন ব্রাজিলের স্ট্রাইকাররা।

01:17 AM (IST) Nov 25

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না ব্রাজিল, ম্যাচ এখনও গোলশূন্য়

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না ব্রাজিল। বিরতির সময় ম্যাচ গোলশূন্য।

12:32 AM (IST) Nov 25

শুরু হয়ে গেল ব্রাজিল-সার্বিয়া ম্যাচ, জয়ের লক্ষ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ শুরু হয়ে গেল। কাতারে প্রথম ম্যাচ জিতে এবারের বিশ্বকাপের শুরুটা ভালভাবে করাই লক্ষ্য ব্রাজিলের।

12:24 AM (IST) Nov 25

মাঠে নেমে পড়ছেন নেইমাররা, একটু শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ

জাতীয় সঙ্গীতের পরেই শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। মাঠে নেমে পড়ছেন নেইমাররা।

12:05 AM (IST) Nov 25

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। অপেক্ষায় ব্রাজিলের সমর্থকরা।

11:53 PM (IST) Nov 24

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ সার্বিয়া

আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ। মাঠে নামার জন্য তৈরি নেইমার, ভিনিসিয়াস জুনিয়ররা।

11:30 PM (IST) Nov 24

ঘানার বিরুদ্ধে ৩-২ গোলে জয়, কাতার বিশ্বকাপের শুরুটা ভালভাবেই করল পর্তুগাল

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে দিল পর্তুগাল। গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও। ঘানার হয়ে গোল করেন আন্দ্রে আয়িউ ও ওসমান বুকারি। 

11:10 PM (IST) Nov 24

ঘানার বিরুদ্ধে ম্যাচের শেষদিকে পরপর ২ গোল, ৩-১ গোলে এগিয়ে গেল পর্তুগাল

ঘানার বিরুদ্ধে ৩-১ গোলে এগিয়ে গেল পর্তুগাল। ৭৮ মিনিটে গোল করলেন হোয়াও ফেলিক্স, ৮০ মিনিটো গোল করলেন রাফায়েল লিয়াও।

11:02 PM (IST) Nov 24

পর্তুগালের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরাল ঘানা, ম্যাচের ফল এখন ১-১

৭৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরালেন ঘানার আন্দ্রে আয়িউ। ম্যাচের ফল এখন ১-১।

10:59 PM (IST) Nov 24

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম খেলোয়াড় হিসেবে গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ক্যামেরুনের রজার মিল্লা বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করেছেন। তিনি গোল করেছিলেন ৪২ বছর ৩৯ দিন বয়সে। রোনাল্ডো গোল করলেন ৩৭ বছর ২৯২ দিন বয়সে।

10:53 PM (IST) Nov 24

৬৫ মিনিটে পোনাল্টি থেক গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ১-০ এগিয়ে গেল পর্তুগাল

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি আলাদা প্রতিযোগিতায় গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে তাঁর করা গোলে ঘানার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল পর্তুগাল।

10:37 PM (IST) Nov 24

পর্তুগাল-ঘানা ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনও গোল করতে পারেনি কোনও দল

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। পর্তুগাল-ঘানা ম্যাচও কি সেভাবেই শেষ হবে? চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনও গোল করতে পারেনি কোনও দল।

10:20 PM (IST) Nov 24

কাতার বিশ্বকাপে পর্তুগাল-ঘানা ম্যাচের প্রথমার্ধ শেষ, এখনও গোল করতে পারেনি কোনও দল

ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু এখনও গোল পাননি তিনি।

10:12 PM (IST) Nov 24

চলছে পর্তুগাল-ঘানা ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল, গোল করার চেষ্টায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে বারবার বিপক্ষের বক্সে হানা দিচ্ছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এখনও গোল করতে পারেননি তিনি। ম্যাচ এখনও গোলশূন্য।

10:12 PM (IST) Nov 24

চলছে পর্তুগাল-ঘানা ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল, গোল করার চেষ্টায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ঘানার বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে বারবার বিপক্ষের বক্সে হানা দিচ্ছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এখনও গোল করতে পারেননি তিনি। ম্যাচ এখনও গোলশূন্য।

09:46 PM (IST) Nov 24

শুরু থেকেই ঘানা রক্ষণকে চাপে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এখনও হয়নি গোল

ঘানার বিরুদ্ধে ম্যাচে এখনও গোল না পেলেও, শুরু থেকেই গোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশ ভাল খেলছেন তিনি।

09:31 PM (IST) Nov 24

শুরু হয়ে গেল পর্তুগাল-ঘানা ম্যাচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পাবেন, আশায় অনুরাগীরা

কাতার বিশ্বকাপে মাঠে নেমে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল।

Read more Articles on