UCL 2025-26: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইতে, লিভারপুল এবার মুখোমুখি হচ্ছে ইন্টার মিলানের। পাঁচ ম্যাচে তিনটিতে জিতে লিভারপুল এই মুহূর্তে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তেরোতম স্থানে রয়েছে।
UCL 2025-26: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ মঙ্গলবার রাত থেকে থেকে শুরু হতে চলেছে (ucl 2025-26 fixtures)। কিন্তু লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহকে ছাড়াই হয়ত ইন্টার মিলানের মুখোমুখি হবে লিভারপুল। কারণ, ইতিমধ্যেই ক্লাবের অন্দরে এই বিষয়ে একটি বিতর্কের সূত্রপাত হয়েছে (ucl 2025-26 teams)।
লিভারপুল বনাম ইন্টার মিলান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ রাউন্ডের লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লিভারপুলের সুপারস্টার ফুটবলার মহম্মদ সালাহ রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। টিম ম্যানেজমেন্ট এবং কোচ আর্নে স্লটের তীব্র সমালোচনা করার পর, সালাহকে ছাড়াই ইতালীয় ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হতে চলেছে লিভারপুল। আর এইসবের মাঝেই সালাহ এবং লিভারপুলের মধ্যে দূরত্ব যেন ক্রমশই বাড়ছে বলে মনে করা হচ্ছে।
প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচে কোচ সালাহকে বেঞ্চে বসিয়ে রাখেন লিভারপুল হেডকোচ। তারপরেই কোচ এবং ক্লাবের বিরুদ্ধে তীব্র সমালোচনা উগড়ে দেন মহম্মদ সালাহ। পাঁচ ম্যাচে তিনটিতে জিতে লিভারপুল এই মুহূর্তে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তেরোতম স্থানে রয়েছে। শেষ ম্যাচে, হেরে যাওয়া ইন্টার মিলান ১২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ
ইন্টারের মাঠে রাত দেড়টায় খেলা শুরু হবে। আবার ঠিক একই সময়ে, বার্সেলোনা মুখোমুখি হবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের।
সাত পয়েন্ট নিয়ে বার্সেলোনা আঠারোতম এবং মাত্র একটি ম্যাচে জিতে আইনট্রাখট আঠাশতম স্থানে রয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির প্রতিপক্ষ ইতালীয় ক্লাব আটলান্টা। চারটি ম্যাচ জিতে, পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখ পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের মুখোমুখি হতে চলেছে।
কিন্তু লাইমলাইটে চলে এসেছে এই ম্যাচটি। লিভারপুল বনাম ইন্টার মিলান। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাত, মুখোমুখি হতে চলেছে লিভারপুল বনাম ইন্টার মিলান। খেলা শুরু রাত ১.৩০ মিনিটে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

