ওয়েলশকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল ইংল্যান্ড। গ্রুপ বি-র অন্য ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে নক-আউটে পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্রও।
- Home
- Sports
- Football
- FIFA WC 2022 Live Updates: ওয়েলশকে ৩-০ গোলে হারিয়ে নক-আউটে ইংল্যান্ড, ইরানকে হারিয়ে দিল আমেরিকা
FIFA WC 2022 Live Updates: ওয়েলশকে ৩-০ গোলে হারিয়ে নক-আউটে ইংল্যান্ড, ইরানকে হারিয়ে দিল আমেরিকা
মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। এখনও পর্যন্ত ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল ছাড়া আর কোনও দলই গ্রুপে পরপর ২ ম্যাচ জিতে নক-আউটে যাওয়া নিশ্চিত করতে পারেনি। ফলে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার রাতে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ৮টা থেকে শুরু হচ্ছে নেদারল্যান্ড-কাতার ও সেনেগাল-ইকুয়েডর ম্যাচ। নেদারল্যান্ডস ও ইকুয়েডর ২ দলই ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। ফলে নক-আউটে যাওয়ার দৌড়ে এই ২ দল এগিয়ে। তবে সেনেগাল যদি শেষ ম্যাচ জিতে যায়, তাহলে তারাই নক-আউটে চলে যাবে। এই গ্রুপের প্রথম ২ ম্যাচ হেরে কাতার আগেই বিদায় নিয়েছে। অন্যদিকে, গ্রুপ বি-র শেষ ম্যাচে ওয়েলশের মুখোমুখি হবে ইংল্যান্ড। অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইরান। পয়েন্টের বিচারে এই গ্রুপের ৪টি দলেরই নক-আউটে যাওয়ার সুযোগ আছে। তবে এগিয়ে আছে ইংল্যান্ড।
- FB
- TW
- Linkdin
ওয়েলশকে ৩-০ গোলে হারিয়ে নক-আউটে ইংল্যান্ড, ইরানকে ১-০ গোলে হারিয়ে নক-আউটে আমেরিকা
৬৮ মিনিটে ফের গোল মার্কাস র্যাশফোর্ডের, ওয়েলশের বিরুদ্ধে ৩-০ এগিয়ে ইংল্যান্ড
মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোল এবং ফিল ফডেনের ১ গোলে ওয়েলশের বিরুদ্ধে ৩-০ এগিয়ে ইংল্যান্ড।
৫১ মিনিটে দ্বিতীয় গোল ফিল ফডেনের, ওয়েলশের বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ইংল্যান্ড
৫১ মিনিটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল ফিল ফডেনের। ওয়েলশের বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনও ১-০ গোলে এগিয়ে আমেরিকা, এগিয়ে গেল ইংল্যান্ড
৫০ মিনিটে করা মার্কাস র্যাশফোর্ডের গোলে ওয়েলশের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। ইরানের বিরুদ্ধে এখনও ১-০ গোলে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রথমার্ধের শেষে ইরানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, গোলশূন্য ইংল্যান্ড-ওয়েলশ ম্যাচ
ক্রিস্টিয়ান পুলিসিচের একমাত্র গোলে প্রথমার্ধের শেষে ইরানের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও গোলশূন্য ইংল্যান্ড-ওয়েলশ ম্যাচ।
৩৮ মিনিটে প্রথম গোল ক্রিস্টিয়ান পুলিসিচের, ইরানের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল আমেরিকা
মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করলেন ক্রিস্টিয়ান পুলিসিচ। ১-০ এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র।
চলছে গ্রুপ বি-র শেষ ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারল না কোনও দল
ওয়েলশ-ইংল্যান্ড এবং ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে এখনও গোল হল না। ২ ম্যাচেই চলছে প্রথমার্ধের খেলা।
চলছে ইংল্যান্ড-ওয়েলশ, ইরান-আমেরিকা ম্যাচ, এখনও গোল করতে পারেনি কোনও দল
গ্রুপ বি-র শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য ম্যাচে ওয়েলশের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। কোনও ম্যাচেই এখনও গোল হয়নি।
গ্রুপ বি-র অন্য ম্যাচে ইরানের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র, শুরু হচ্ছে ম্যাচ
গ্রুপ বি-র উত্তেজক ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ইরান। শুরু হতে চলেছে ম্যাচ।
মাঠে নেমে পড়েছেন ইংল্যান্ড, ওয়েলশের ফুটবলাররা, শুরু হতে চলেছে ম্যাচ
জাতীয় সঙ্গীত শেষ, এবার শুরু হতে চলেছে ইংল্যান্ড, ওয়েলশের ম্যাচ। এটাই গ্রুপ বি-র শেষ ম্যাচ।
আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে গ্রুপ বি-র শেষ ম্যাচ
গ্রুপ বি-র শেষ ম্যাচে ইংল্যান্ড-ওয়েলশ এবং ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হচ্ছে। কিছুক্ষণ পরেই শুরু ম্যাচ।
স্টেডিয়ামে পৌঁছে গেল ইংল্যান্ড, ওয়েলশ দল, কিছুক্ষণ পরেই শুরু হবে ম্যাচ
ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা শুরু হবে ইংল্যান্ড-ওয়েলশ ম্যাচ। ২ দলই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে গ্রুপ বি-র শেষ ম্যাচ
গ্রুপ বি-র শেষ ২ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে। ইংল্যান্ড-ওয়েলশ এবং ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ।
গ্রুপ বি-র শেষ ম্যাচে ওয়েলশের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, ইরান-আমেরিকা লড়াই
গ্রুপ বি-র শেষ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে। ইংল্যান্ড-ওয়েলশ এবং ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের প্রস্তুতি চলছে।
গ্রুপ এ থেকে বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস ও সেনেগাল
এবারের বিশ্বকাপে গ্রুপ এ থেকে নক-আউটে পৌঁছে গেল নেদারল্যান্ডস ও সেনেগাল। গ্রুপের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডস। অন্যদিকে, ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দিল সেনেগাল।
ইকুয়েডরের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে গেল সেনেগাল, চলছে হাড্ডাহাড্ডি লড়াই
ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের ৭০ মিনিটে সেনেগালের হয়ে দ্বিতীয় গোল করলেন কালিদু কালিবালি। ২-১ গোলে এগিয়ে গেল সেনেগাল।
৬৭ মিনিটে গোল মোজেস কাইসেডোর, সেনেগালের বিরুদ্ধে সমতা ফেরাল ইকুয়েডর
সেনেগালের বিরুদ্ধে পিছিয়ে পড়েও সমতা ফেরাল ইকুয়েডর। ৬৭ মিনিটে গোল করলেন মোজেস কাইসেডো।
কতাারের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল, ২-০ এগিয়ে গেল নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোল করলেন ফ্রেঙ্কি ডে জং। ৪৯ মিনিটে গোল পেলেন তিনি। কাতারের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস-কাতার ও ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ১-০ গোলে এগিয়ে ডাচরা
কাতারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ১-০ গোলে এগিয়ে ডাচরা।
প্রথমার্ধের শেষে কাতারের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস, ইকুয়েডরের বিরুদ্ধে এগিয়ে সেনেগাল
কাতারের বিরুদ্ধে ম্যাচের ২৬ মিনিটে কডি গাকপোর গোলে এগিয়ে নেদারল্যান্ডস। ৪৪ মিনিটে ইসমাইলা সারের করা গোলে ইকুয়েডরের বিরুদ্ধে এগিয়ে সেনেগাল।