বিশ্বকাপে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভ জিতলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।
FIFA WC 2022 Final Live Updates: বিশ্বকাপে দ্বিতীয়বার গোল্ডেন বল জিতলেন মেসি
ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শুরু হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ফ্রান্স। কিলিয়ান এমবাপের সঙ্গে লিওনেল মেসির লড়াই। এই ২ তারকা স্ট্রাইকার এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন। তাঁরা ২ জনই ৫ গোল করেছেন। গোল্ডেন বলের লড়াইয়েও আছেন মেসি-এমবাপে। পরপর ২ বার বিশ্বকাপ জেতাই লক্ষ্য ফ্রান্সের। আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ জিতেছে ১৯৮৬ সালে। ৩৬ বছর পর দেশকে তৃতীয়বার বিশ্বকাপ জেতানোই মেসিদের লক্ষ্য। তবে শুধু মেসি বা এমবাপে নন, ফ্রান্স ও আর্জেন্টিনার বাকি ফুটবলাররাও দলকে সাফল্য এনে দিতে তৈরি।
- FB
- TW
- Linkdin
২০১৪ সালের পর ফের বিশ্বকাপে সেরা ফুটবলারের পুরস্কার পেলেন লিওনেল মেসি। দ্বিতীয়বার গোল্ডেন বল পেলেন মেসি।
কাতার বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ।
ফাইনালে হ্যাটট্রিক সহ ৮ গোল করে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে।
টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর ফের এল ট্রফি। প্রথমবার বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি।
বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হল। এবার টাইব্রেকারে হবে ম্যাচের নিষ্পত্তি।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করে ফের সমতা ফেরালেন কিলিয়ান এমবাপে। ম্যাচ এখন ৩-৩।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করলেন লিওনেল মেসি। ফ্রান্সের বিরুদ্ধে ৩-২ এগিয়ে গেল আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচের ফল এখনও ২-২।
বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের খেলা চলছে। ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ এখন ২-২।
বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হল। এবার শুরু হবে অতিরিক্ত সময়ের খেলা।
০-২ পিছিয়ে থেকে আর্জেন্টিবার বিরুদ্ধে সমতা ফেরাল ফ্রান্স। জোড়া গোল কিলিয়ান এমবাপের।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ফ্রান্সের বিরুদ্ধে ২-০ এগিয়ে আর্জেন্টিনা।
লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ৩৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ২-০ এগিয়ে গেল আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল মেসির।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে প্রথমার্ধের খেলা চলছে। এখনও গোল করতে পারেনি কোনও দল।
জাতীয় সঙ্গীতের পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ফ্রান্স-আর্জেন্টিনা।
প্রথম একাদশে নাম থাকলেও অসুস্থতার জন্য় বিশ্বকাপ ফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কোস অ্যাকুনা। তাঁর বদলে খেলছেন নিকোলাস ট্যাগলিয়াফিকো।