Messi in Kolkata:নিরাপত্তা বেষ্টনীর বাইরে এত ভিড় ছিল যে, ঘিরে থাকা মেসিকে দেখাই গেল না ভালোভাবে। ফুটবলপ্রেমী জনতা, যারা মেসি অন্তপ্রাণ! তারাই ভালো করে দেখতে পেলেন না বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ানকে। এতো টাকা খরচ করে টিকিট কাটলেন যারা, তারা কী পেলেন?

Messi in Kolkata: ফুটবলপ্রেমী জনতা, যারা মেসি অন্তপ্রাণ! তারাই ভালো করে দেখতে পেলেন না বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ানকে (messi india tour)। এতো টাকা খরচ করে টিকিট কাটলেন যারা, তারা কী পেলেন (messi in kolkata)? 

সবথেকে বড় বিষয়, নিরাপত্তা বেষ্টনীর বাইরে এত ভিড় ছিল যে, ঘিরে থাকা মেসিকে দেখাই গেল না ভালোভাবে। ঠিক সকাল ১১.৩০ মিনিটে, কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করে লিওনেল মেসির কনভয়। 

‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান

তাঁর সঙ্গে ছিলেন আরও দুই তারকা, লুই সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনায় রীতিমতো খুশি হন মেসি নিজেও। কিন্তু গাড়ি থেকে নামতেই, নিরাপত্তা বেষ্টনীর বাইরেও একাধিক মানুষ তাঁকে ঘিরে থাকার চেষ্টা করেন। গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট মেসিকে দেখাই যায়নি ভালোভাবে। একটা সময় তো ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগানও দিতে শুরু করে দেন।

মেসি গাড়ি থেকে নামতেই অন্তত ৭০-৮০ জন মানুষ ভিড় করে ফেলেন। তাঁকে ঘিরে সেলফি তোলার চেষ্টা চলে, শুরু হয়ে ঠেলাঠেলি। যেন ছবি তোলার জন্যই তারা এসেছেন। সেইসব মানুষের ভিড়ে খুঁজেই পাওয়া যাচ্ছিল না মেসিকে। যারা রোজ ফুটবল দেখেন, মেসিকে ভালোবাসেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলেন, টাকা জমিয়ে টিকিট কেটে এসেছিলেন দেখতে, তারা কী পেলেন? 

যুবভারতীতে কার্যত, উত্তপ্ত পরিস্থিতি

নিরাপত্তারক্ষীরা আয়োজকদের বারবার ভিড় সরানোর জন্য অনুরোধ করতে থাকেন। কারণ, গ্যালারি থেকে মেসিকে পরিষ্কার দেখা যাচ্ছিল না। টিকিট কেটে যারা মেসিকে দেখতে গেছিলেন, তারা ভালো করে দেখতেই পেলেন না। তারপর থেকেই পরিস্থিতি হাতের বাইরে যেতে শুর করে। 

এমনকি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে একাধিকবার সামনের অংশ খালি করার ঘোষণা করতে হয়।

কয়েকজন ইচ্ছা করেই বারবার মেসিকে ঘিরে রাখছিলেন বলে অভিযোগ করছেন দর্শকরা। এমনকি, রাগের চোটে তারা জলের পাউচও ছুঁড়ে মারতে শুরু করেন। ফেন্সিং টপকে অনেক দর্শক মাঠেও ঢুকে পড়েন। ফুটবলপ্রেমী জনতার অভিযোগ, চূড়ান্ত অব্যাবস্থা। তারা মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু এমন অপ্রীতিকর পরিস্থিতি যে তৈরি হয়ে যাবে, তা একেবারেই বোঝা যায়নি। 

এই মুহূর্তে গোটা যুবভারতীতে কার্যত, উত্তপ্ত পরিস্থিতি। মেসিকে দেখতে না পেয়ে, ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।