সংক্ষিপ্ত

চোট সারিয়ে ফিট হয়ে উঠেছন, দলে ফিরছেন নেইমার। ফলে নক-আউটের ম্যাচের আগে স্বস্তিতে ব্রাজিল শিবির।

সোশ্যাল মিডিয়া পোস্টে নেইমার নিজেই জানিয়েছিলেন, তিনি বল নিয়ে অনুশীলন শুরু করেছেন এবং ভাল বোধ করছেন। কোনও সমস্যা হচ্ছে না। এবার ব্রাজিলের কোচ তিতেও জানিয়ে দিলেন, প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন নেইমার। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে চোট পাওয়ায় গ্রুপ পর্যায়ের বাকি ২ ম্যাচ খেলতে পারেননি নেইমার। অনেকই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এবারের বিশ্বকাপে আর হয়তো কোনও ম্যাচই খেলতে পারবেন না নেইমার। কিন্তু তিতে জানিয়েছিলেন, নেইমার অবশ্যই খেলবেন। তাঁর সেই আত্মবিশ্বাসই যে ভুল নয়, সেটা দেখা যাচ্ছে। ব্রাজিল দলের চিকিৎসকও জানান, নেইমার ফিট হয়ে উঠছেন। তাঁর মাঠে ফেরার আশা বাড়ছে। শেষপর্যন্ত দেখা গেল সেটাই সত্যি হচ্ছে। নেইমার দলে ফিরলে ব্রাজিলের শক্তি নিঃসন্দেহে বাড়বে। সুইৎজারল্যান্ড ও ক্য়ামেরুনের বিরুদ্ধে খুব একটা ভাল খেলতে পারেনি ব্রাজিল। সেই কারণে নেইমারের দলে ফেরার খবরে উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা।

তিতে জানিয়েছেন, 'নেইমার দলে ফিরছে। ও অনুশীলন করছে। ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে।' ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভাকে প্রশ্ন করা হয়েছিল, নেইমার কি নক-আউটে খেলবেন? ব্রাজিলের অধিনায়ককে কিছু বলতে না দিয়ে কোচ নিজেই জানান, 'হ্যাঁ, নেইমার খেলবে।'

নেইমারের পাশাপাশি সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান রাইট ব্যাক ড্যানিলো। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে চোট পান অ্যালেক্স স্যান্ড্রো। ক্যামেরুনের বিরুদ্ধে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স টেলস। একসঙ্গে ৫ জন ফুটবলার চোট পাওয়ায় সমস্যায় পড়ে গিয়েছে ব্রাজিল শিবির। তবে টেলস ও জেসুস খেলতে না পারলেও, নেইমারের পাশাপাশি ফিট হয়ে উঠেছেন ড্যানিলো। ব্রাজিলের কোচ জানিয়েছেন, ড্যানিলোও ফিট হয়ে উঠেছেন। তিনিও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন। তবে স্যান্ড্রো প্রি-কোয়ার্টার ফাইনালেও খেলতে পারবেন না। এ প্রসঙ্গে তিতে জানিয়েছেন, 'স্যান্ড্রো সোমবার খেলতে পারবে না। ওর চোট এখনও পুরোপুরি সারেনি। ও ধীরে ধীরে ফিট হয়ে উঠছে। ড্যানিলো ও নেইমার ফিট হয়ে উঠেছে। ওরা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে পারবে। তবে নেইমার ১০০ শতাংশ ফিট হয়ে উঠলে তবেই ওকে খেলানো হবে। না হলে ওকে খেলানো হবে না। আমাদের দলের মেডিক্যাল স্টাফদের পরামর্শ নিয়েই ওকে দলে রাখা হবে। ও খেলতে পারলে প্রথম একাদশেই থাকবে। আমি সবসময় সেরা ফুটবলারদের শুরু থেকেই খেলানোর পক্ষে।'

আরও পড়ুন-

সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সামনে ইংল্যান্ড

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের জঘন্যতম একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এমবাপের জোড়া গোল, পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স