সংক্ষিপ্ত
কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগাল এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ফের কোচ ফেরান্দো স্যান্টোসকে একহাত নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ।
ফের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজের নিশানায় পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে কোচকে তীব্র আক্রমণ করেছেন। জর্জিনার দাবি, কোচের ভুল সিদ্ধান্তের মূল্য চোকাতে হল পর্তুগালকে। রোনাল্ডোকে যদি প্রথম একাদশে রাখা হত, তাহলে এভাবে হারতে হত না পর্তুগালকে। রোনাল্ডোকে উদ্দেশ্য করে জর্জিনা লিখেছেন, 'আজ তোমার বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এই বন্ধুকেই তুমি এত শ্রদ্ধা করো, তাঁর সম্পর্কে অনেক ভাল ভাল কথা বলো। তুমি যখন মাঠে নামলে, তিনি দেখতে পেলেন যে সবকিছু বদলে গেল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বিশ্বের সেরা খেলোয়াড়কে খাটো করে দেখা যায় না। তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রকে খাটো করা যায় না। যিনি শ্রদ্ধার পাত্র নন, তাঁর হয়ে ভাল কোনও কথা বলাও উচিত নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আজ আমরা হেরে যাইনি, আমরা শিক্ষা পেয়েছি। ক্রিশ্চিয়ানো, আমরা তোমার তারিফ করছি।'
এবারের বিশ্বকাপের নক-আউটে কোনও ম্যাচেই প্রথম একাদশে রাখা হয়নি রোনাল্ডোকে। প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে মাঠে নামানো হয় দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। এরপর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের শুরুতেই নামানো হয় এই তারকাকে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগাল সহজ জয় পেলেও, মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। রোনাল্ডো দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও বিশেষ কিছু করতে পারেননি। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরেও রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে সরব হয়েছিলেন তাঁর বান্ধবী। ফের কোচকে আক্রমণ করলেন জর্জিনা। অনেকেই তাঁর এই মন্তব্যকে সমর্থন করছেন। রোনাল্ডোর অনুরাগীরাও পর্তুগালের কোচের উপর ক্ষুব্ধ। তাঁরাও ফেরান্দোর সমালোচনা করছেন।
গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় রোনাল্ডোকে। তখন থেকেই কোচের সঙ্গে তাঁর বাদানুবাদ শুরু হয়। প্রকাশ্যে কোচকে গালিগালাজ করেন রোনাল্ডো। এরপরেই তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়। ফেরান্দো অবশ্য বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তকে ভুল বলে মানতে নারাজ। তাঁর বক্তব্য়, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। ক্রিশ্চিয়ানো অসাধারণ খেলোয়াড়। আমার যখন মনে হয়েছে দলের প্রয়োজনে ওকে মাঠে নামানো দরকার তখনই নামিয়েছি। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে যে দল দারুণ খেলেছিল সেই দলই কোয়ার্টার ফাইনালে খেলেছে। প্রথম একাদশে ক্রিশ্চিয়ানোকে না রাখার সিদ্ধান্ত ভুল বলে মনে করি না।'
আরও পড়ুন-
আমি ভুল করেছি, দলের হারের দায় নিচ্ছি, পেনাল্টি মিস নিয়ে বললেন হ্যারি কেন
চোখের জলে বিশ্বকাপ শেষ রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে সেমি ফাইনালে মরক্কো
দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, পরিবর্ত হিসেবে নেমেই নতুন নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর