৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাই লক্ষ্য লিওনেল মেসিদের।
- Home
- Sports
- Football
- FIFA WC 2022 Live Updates: ক্রোয়েশিয়াকে উড়িয়ে ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
FIFA WC 2022 Live Updates: ক্রোয়েশিয়াকে উড়িয়ে ৮ বছর পর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
;Resize=(380,220))
মঙ্গলবার রাতে এবারের বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল। ২০১৮ সালের বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার মুখোমুখি ২০১৪ সালের বিশ্বকাপের রানার্স আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রেফারির সমালোচনা করার জন্য মেসিকে নির্বাসিত করতে পারে ফিফা। তবে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার সম্ভাব্য প্রথম একাদশ-এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ট্যাগলিয়োফিকো, অ্যাঞ্জেল ডি মারিয়া, রডরিগো ডে পল, এনজো ফার্নান্ডেজ, লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার সম্ভাব্য প্রথম একাদশ-ডমিনিক লিভাকোভিচ, জসিপ জুরানকোভিচ, দেয়ান লভরেন, জসকো গাভার্দিয়ল, বোরনা সোসা, লুকা মডরিচ, মার্সেলো ব্রোজোভিচ, ম্যাতিও কোভাসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেৎকোভিচ, ইভান পেরিসিচ। ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টায়।
- FB
- TW
- Linkdin
২০১৪ সালের পর ২০২২, ফের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা
বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ এগিয়ে গেল আর্জেন্টিনা
জুলিয়ান আলভারেজের দ্বিতীয় গোল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।
চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে আর্জেন্টিনা
বিশ্বকাপ সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
শুরু হল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধ, ২-০ এগিয়ে আর্জেন্টিনা
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ সেমি ফাইনালে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ শেষ, ২-০ এগিয়ে আর্জেন্টিনা
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। গোল করেছেন লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজের অসাধারণ গোল, ২-০ এগিয়ে গেল আর্জেন্টিনা
বিশ্বকাপ সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয় গোল জুলিয়ান আলভারেজের।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল লিওনেল মেসির
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল লিওনেল মেসির। ১-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।
চলছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ, এখনও গোল করতে পারেনি কোনও দল
বিশ্বকাপ সেমি ফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ চলছে। এখনও গোলশূন্য ম্যাচ।
শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল, ক্রোয়েশিয়ার সামনে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ শুরু হয়ে গেল।
মাঠে নেমে পড়েছেন লিওনেল মেসিরা, শুরু হতে চলেছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ
কাতার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে।
জার্মানির প্রাক্তন তারকা লোথার ম্য়াথাউসের রেকর্ড স্পর্শ করতে চলেছেন মেসি
বিশ্বকাপে সর্বাধিক ২৫ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির প্রাক্তন তারকা লোথার ম্যাথাউসের দখলে। সেই রেকর্ড স্পর্শ করতে চলেছেন লিওনেল মেসি।
সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার প্রথম একাদশ অপরিবর্তিত, কোয়ার্টার ফাইনালের দলই খেলছে
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রথম একাদশে যাঁরা ছিলেন, তাঁরাই সেমি ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলছেন। প্রথম একাদশে কোনও বদল আনেননি ক্রোয়েশিয়ার কোচ।
কাতারের লুসেইল স্টেডিয়াম চড়ছে উত্তেজনার পারদ, ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা
কাতার বিশ্বকাপের সেমি ফাইনালে আর্জেন্টিনার সামনে ক্রোয়েশিয়া। লুসেইল স্টেডিয়ামে পৌঁছতে শুরু করে দিয়েছেন দর্শকরা।
২০১৩ সালে স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় জালিয়াতির অভিযোগ থেকে রেহাই পেলেন নেইমার
স্পেনের আদালত দুর্নীতি ও জালিয়াতি সংক্রান্ত মামলায় রেহাই দিল নেইমারকে।
বিতর্ক ও ব্যর্থতার জের, বরখাস্ত করা হচ্ছে পর্তুগালের কোচ ফেরান্দ স্যান্টোসকে
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্ক এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জেরে ছাঁটাই করা হচ্ছে পর্তুগালের কোচ ফেরান্দ স্যান্টোসকে। তাঁর পরিবর্তে কোচ করা হতে পারে হোসে মরিনহোকে।
এবার কোন ক্লাবের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এখনও চলছে জল্পনা
সৌদি আরবের ক্লাবেই যোগ দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? না কি ইউরোপেরই কোনও ক্লাবে দেখা যাবে তাঁকে? এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলেই ফুটবল থেকে অবসর নিতে চান, জানালেন লুকা মডরিচ
এখনই অবসর নয়, তবে ভাবনা শুরু করে দিয়েছেন ক্রোয়েশিয়ার তারকা লুকা মডরিচ। তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলেই অবসর নিতে চান।
আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজকে লোভনীয় প্রস্তাব দিল লিভারপুল
এবারের বিশ্বকাপে নজর কেড়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। নতুন ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলে নিতে চাইছে লিভারপুল। ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে এনজোকে।
আফ্রিকার প্রথম দল হিসেবে বুধবার বিশ্বকাপ সেমি ফাইনাল খেলতে নামছে মরক্কো
এবারের বিশ্বকাপের আগে পর্যন্ত আফ্রিকার কোনও দল বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছতে পারেনি। প্রথম দল হিসেবে সেই কৃতিত্ব অর্জন করেছে মরক্কো।
ইরানে সরকার-বিরোধিতার সাজা, আলি দাইয়ের মালিকানাধীন গয়নার দোকান, রেস্তোরাঁ বন্ধ
ইরানে মহিলাদের অধিকার ও স্বাধীনতার দাবিতে সরকার-বিরোধী বিক্ষোভে সামিল হওয়ার শাস্তি হিসেবে বিখ্যাত ফুটবলার আলি দাইয়ের মালিকানাধীন গয়নার দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দিল সরকার।