Kolkata Derby: রাত পোহালেই ফের কলকাতা ডার্বি। আইএফএ শিল্ড ফাইনাল (IFA Shield 2025 Final) খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচের আগে দুই শিবিরে বিপরীত ছবি।
KNOW
IFA Shield 2025 Final: ইস্টবেঙ্গল (East Bengal FC) আইএফএ শিল্ড ফাইনাল খেলতে নামছে। তাও আবার প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। অথচ ম্যাচের আগের দিন অনুশীলনে মাত্র একজন সমর্থক! যদিও এই সমর্থককেও ফুটবলারদের কাছাকাছি যেতে দেওয়া হল না। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের (Vivekananda Yuba Bharati Krirangan) অনুশীলনের মাঠের অনেক দূর থেকেই উঁকিঝুঁকি মেরে প্রিয় দলের অনুশীলন দেখার চেষ্টা করে গেলেন সেই সমর্থক। এই একজন ছাড়া আর কাউকেই দেখা গেল না। লাল-হলুদ শিবিরে এই ছবি অতীতে কোনওদিন দেখা গিয়েছে কি না কেউই মনে করতে পারছেন না। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এখন প্রিয় দলের প্রতি সমর্থনও ভার্চুয়াল। তাছাড়া সবার পক্ষে সকালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছনো সম্ভব নয়। গেলেও ফুটবলারদের কাছাকাছি যেতে দেন না বাউন্সাররা। এই কারণেই হয়তো অতীতের মতো ফুটবলারদের জড়িয়ে ধরা, টিকিটের আবদার, বড় ম্যাচ জিতিয়ে দেওয়ার দাবি উধাও।
কলকাতা ডার্বির আগে আশঙ্কায় ইস্টবেঙ্গল সমর্থকরা
শুক্রবার ইস্টবেঙ্গলের অনুশীলনে সমর্থকদের অনুপস্থিতির অন্যতম কারণ হল, অনেকেই আশঙ্কা করছেন, মোহনবাগান সুপার জায়ান্টকে এই ম্যাচ জিতিয়ে দেওয়া হবে। সবুজ-মেরুন জনতা এখন ম্যানেজমেন্ট, ফুটবলারদের একাংশের উপর ক্ষুব্ধ। তাঁদের শান্ত করতেই মাঠের বাইরে বোঝাপড়ার মাধ্যমে মোহনবাগান সুপার জায়ান্টকে আইএফএ শিল্ড জেতানো হবে বলে আলোচনা করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
চনমনে ইস্টবেঙ্গল দল
সমর্থকরা মাঠের বাইরের ঘটনা নিয়ে আশঙ্কায় থাকলেও, অনুশীলনে ইস্টবেঙ্গলের ফুটবলারদের খোশমেজাজেই দেখা গেল। জাতীয় দলের হয়ে খেলে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন আনোয়ার আলি (Anwar Ali) ও নাওরেম মহেশ সিং (Mahesh Singh Naorem)। দলের বাকিরাও খেলার জন্য তৈরি। শনিবার জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির (Hiroshi Ibusuki) অভিষেক হতে পারে। দলে কারও চোট-আঘাত বা কার্ডের সমস্যা নেই। ফলে সেরা দলই নামাতে পারবেন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón)। তিনি অনুশীলনে দলের সবাইকে দেখে নিলেন। এবার দলকে চ্যাম্পিয়ন করার জন্য রণকৌশল সাজাচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


