India Bangladesh News: স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। আসলে বাংলাদেশ মুখে অনেক কথাই বলে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তা বারংবার ভিত্তিহীন প্রমাণিত হয়।

India Bangladesh News: অনূর্ধ্ব-১৯ সাফ কাপে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। কার্যত, তরুণ ভারতীয় ফুটবল দল দুরমুশ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। কিন্তু এই জয়ের সঙ্গেই আরও একটা বিষয় জুড়ে আছে (saff championship 2025 news)।

Scroll to load tweet…

সেটি হচ্ছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসের একটি বক্তব্য

ঢাকাতে নেপালের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকারের সঙ্গে একটি বৈঠকে করেন ইউনুস। সেখানে তিনি বলেন, “ভারতের সাতটি রাজ্য পুরো ল্যান্ডলকড হয়ে আছে। তাদের সাগরের পথকে প্রশস্ত করার কোনও জায়গা নেই। তাই বাংলাদেশই তাদের একমাত্র ভরসা।”

আসলে তিনি এই ‘সেভেন সিস্টার্স’ মডেলটি নিয়ে চিনকে আহ্বান জানান। অর্থাৎ, তাঁর প্রস্তাব ছিল যে, দক্ষিণ এশিয়াতে একটি নতুন অর্থনৈতিক বলয় তৈরি করার। তাঁর পরিকল্পনায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, যেগুলি মূলত ‘সেভেন সিস্টার্স’ নামেই পরিচিত (muhammad yunus india relations)।

তার মধ্যেই একটি রাজ্য হল অরুণাচল প্রদেশ

ঠিক যেখানে অনূর্ধ্ব-১৯ সাফ কাপের ফাইনালটি অনুষ্ঠিত হয়েছে। যে অরুণাচল প্রদেশকে মহম্মদ ইউনুস তথা বাংলাদেশ নিজেদের দিকে টানবার চেষ্টা করছে, সেই রাজ্যই ভারতের অখণ্ড এবং সার্বভৌমত্বের প্রমাণ দিল আবারও। বাংলাদেশের বাতেলাবাজিতে কর্ণপাত না করে, গোটা স্টেডিয়াম সেদিন কানায় কানায় পূর্ণ থাকল এবং ভারতীয় ফুটবল দলকে পুরো ম্যাচে অসাধারণভাবেই সমর্থন জানিয়ে গেল।

সবথেকে বড় বিষয়, যে রাজ্যকে নিয়ে বাংলাদেশে বসে স্বপ্ন দেখছে ইউনুস সরকার, সেই রাজ্যের মাটিতেই বাংলাদেশকে রীতিমতো পর্যুদস্ত করল ভারত। সমর্থকরা বুঝিয়ে দিলেন, ভারত সেরা ছিল, সেরা আছে এবং সেরাই থাকবে। বাংলাদেশের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।

সাম্প্রতিক সময়কালের মধ্যে একাধিক ভারত বিরোধী মন্তব্য উড়ে এসেছে বাংলাদেশের তরফ থেকে। সোশ্যাল মিডিয়াতেও বহু তীর্যক ভাষা সহ্য করেছে আমাদের দেশ। কিন্তু ভারত তো কথায় নয়, কাজে প্রমাণ দেয়। আর সেটাই প্রমাণিত হল আবারও।

নির্ধারিত সময় পর্যন্ত, ফাইনাল ম্যাচের ফলাফল ছিল ১-১

কিন্তু টাইব্রেকারে ৪-৩ গোলে বাংলাদেশকে হারিয়ে সাফ কাপের শিরোপা জিতে নেয় ভারত। প্রতিযোগিতার সেরা গোলকিপার নির্বাচিত হন ভারতের সুরাজ সিং আহেইবাম (Suraj Singh Aheibam) এবং সেরা গোলদাতাও ভারতের ড্যানি মেইতেই লাইশরাম (Danny Meitei Laishram)।

আগামীদিনে এই তরুণ ফুটবলারদের মধ্যে অনেকেই সিনিয়র দলে সুযোগ করে নেবেন বলে আশা ফুটবল বিশেষজ্ঞদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।