Indian Football: আগামী ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত, প্রত্যেক সংস্থাকে নির্বাচন স্থগিত রাখার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। ফলে, আগামী একবছর নির্বাচন করানোর মতো কোনও বাধ্যবাধকতা ফেডারেশনেরও দিক থেকেও থাকছে না।

Indian Football: ভারতীয় ফুটবলে বড় পদক্ষেপ।আরও একবছর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ-এর সভাপতি পদে দায়িত্বে থাকছেন কল্যাণ চৌবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে দেশের সমস্ত ফুটবল সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সদ্য পাস হওয়া জাতীয় ক্রীড়া শাসন আইন, অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স অ্যাক্ট অনুযায়ী, মৌলিক পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য আরও কিছুটা সময় দেওয়া হবে। 

সেই কারণেই, আগামী ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত, প্রত্যেক সংস্থাকে নির্বাচন স্থগিত রাখার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। ফলে, আগামী একবছর নির্বাচন করানোর মতো কোনও বাধ্যবাধকতা ফেডারেশনেরও দিক থেকেও থাকছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।