সংক্ষিপ্ত

আইএফএ-র সঙ্গে মোহনবাগানের বিবাদ নতুন নয়। বারবার আইএফএ-র বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মোহনবাগান কর্তারা। এবার ক্লাবের নাম নিয়ে নতুন করে সংঘাত তৈরি হয়েছে।

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, নতুন মরসুমে ক্লাবের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। কিছুদিন আগে মোহনবাগান কর্তারা সরকারিভাবে ক্লাবের নাম পরিবর্তনের কথা জানিয়েছেন। কিন্তু কলকাতা ফুটবল লিগের যে সূচি ঘোষণা করেছে আইএফএ, তাতে এখনও সবুজ-মেরুনের নাম রয়ে গিয়েছে এটিকে মোহনবাগান। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের মুখে আইএফএ-র সাফাই, 'আইএফএ-র নথিতে এখনও ক্লাবের নাম এটিকে মোহনবাগান হিসেবে থাকায় আমরা এই নামটিই ব্যবহার করেছি। ভবিষ্যতে নাম পরিবর্তন সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আইএফএ-তে নথিভুক্ত হলে আমরা নতুন নামই ব্যবহার করব। এই নাম ব্যবহার আমাদের ভুল নয়।' মোহনবাগান সমর্থকরা অবশ্য আইএফএ-র এই সাফাই মানতে নারাজ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করছেন।

গতবার না খেললেও, এবারের কলকাতা লিগে খেলতে রাজি হয়েছে মোহনবাগান। এবারের প্রিমিয়ার লিগ হচ্ছে ২৬টি দলকে নিয়ে। প্রিমিয়ার লিগে গতবার এ ও বি ডিভিশন ছিল। এবার দুই গ্রুপ মিলিয়ে ২৬টি দলকে নিয়ে হচ্ছে হচ্ছে প্রিমিয়ার লিগ। এক রাজনৈতিক নেতার ক্লাব যাতে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলার সুযোগ পায়, সেটা নিশ্চিত করার জন্যই দু'টি ডিভিশনকে মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএফএ। 

 

View post on Instagram
 

 

এবারের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ এ-তে আছে এটিকে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, সিএফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি এফসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট এমএস, আর্মি রেড, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও পাঠচক্র। গ্রুপ বি-তে আছে ইমামি ইস্টবেঙ্গল, ভবানীপুুর ক্লাব, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস স্পোর্টিং, এরিয়ান ক্লাব, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, রেনবো এসি, উয়াড়ি এসি, খিদিরপুর এসসি, ক্যালকাটা কাস্টমস ক্লাব ও পশ্চিমবঙ্গ পুলিশ।

 

View post on Instagram
 

 

২৫ জুন থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করতে চাইছে আইএফএ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে স্থানীয় লিগে বিদেশি ফুটবলার না খেলানোর কথা বলা হলেও, কলকাতা লিগের আকর্ষণ বজায় রাখতে বিদেশি ফুটবলার নিয়েই লিগ চালাতে চাইছে আইএফএ। তবে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দলগুলি আইএসএল-এ খেলছে। ফলে তারা কলকাতা লিগে রিজার্ভ টিমই নামাবে বলে জানা গিয়েছে। গতবারের কলকাতা লিগে ইস্টবেঙ্গল রিজার্ভ টিমই নামিয়েছিল। সেই দলে কোনও বিদেশি ছিলেন না। এবারের লিগে প্রতিটি দলে ভূমিপুত্র রাখা সংক্রান্ত নিয়ম চালু করতে চলেছে আইএফএ। যদিও এখনও সে ব্যাপারে কোনও ঘোষণা হয়নি।

আরও পড়ুন-

নতুন মরসুমের দল ঘোষণার আগে ১১ জন ফুটবলারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব

শ্রীভূমি এফসি-র বিরুদ্ধে ৫-০ জয়, মহিলাদের প্রথম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা