সংক্ষিপ্ত
এবার উদাহরণ তৈরি হল ফুটবল মাঠের ভিতর। কলকাতা লিগের (Calcutta League) ম্যাচ থেকে সাফ কাপ (SAFF Cup), আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ ফুটবলারদের।
এবার উদাহরণ তৈরি হল ফুটবল মাঠের ভিতর। কলকাতা লিগের (Calcutta League) ম্যাচ থেকে সাফ কাপ (SAFF Cup), আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ ফুটবলারদের।
গতকাল কার্যত, ইতিহাস রচনা হয়ে গেছে কলকাতার (Kolkata) বুকে। রবিবার, অর্থাৎ ১৮ অগাস্ট। যেদিন কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল, ঠিক সেদিনই পথে নামার ডাক দেন দুই প্রধানের সমর্থকরা। আর এই প্রতিবাদে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দেন মহামেডান সমর্থকরাও। এদিন বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের ৫ নম্বর, অর্থাৎ ভিআইপি গেট থেকে বিকেল ৫ টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা।
কিন্তু সেই প্রতিবাদের উপর নেমে আসে পুলিশের নির্মম আক্রমণ। লাঠিচার্জ করা হয় দুই দলের সমর্থকদের উপর। কার্যত, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান সমর্থকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় র্যাফ। বলা চলে, ফুটবলপ্রেমী জনতা আক্রান্ত হন এদিন। নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা।
আরও পড়ুনঃ
'মানুষের কণ্ঠরোধ করা যায় না' লকআপ থেকে বেরিয়ে বললেন ইস্টবেঙ্গল সমর্থক, পাশে দাঁড়ালেন বাবা
আর সোমবার, নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং বনাম এরিয়ান ক্লাব। আর সেই ম্যাচের পর, আর জি কর কাণ্ডের (RG Kar) বিচার চেয়ে সমর্থকদের সঙ্গে প্রতিবাদে শামিল হন দলের ফুটবলাররাও। একটি জার্সি তারা সবাই মিলে সামনে রাখেন, যাতে লেখা ছিল ‘জাস্টিস ফর আর জি কর’। সেইসঙ্গে, স্লোগান তুলে প্রতিবাদ জানান তারা।
অন্যদিকে, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেপালকে ১-০ গোলে হারায় ভারত। গোলে করে বাংলার ছেলে মনিরুল আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ করেন। তাঁর নিজের জার্সিতে লেখা ছিল বিচারের দাবি।
সবমিলিয়ে এই পাশবিক ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে ফুটবল মাঠও। গতকাল প্রতিবাদে শামিল হতে দেখা যায় মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস এবং তাঁর স্ত্রীকেও।
আরও পড়ুনঃ
নিখোঁজ একাধিক মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থক, রাতজুড়ে গ্রেফতার! হাইকোর্টে জনস্বার্থ মামলা
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।