Indian Super League: ইন্ডিয়ান সুপার লিগের ১২টি ক্লাবের প্রস্তাবে রাজি হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তারা যৌথভাবে আইএসএল আয়োজন করার পরিকল্পনা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন।
Indian Super League: আইএসএল হচ্ছেই। ইন্ডিয়ান সুপার লিগের ১২টি ক্লাবের প্রস্তাবে রাজি হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (indian super league)। তারা যৌথভাবে আইএসএল আয়োজন করার পরিকল্পনা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন (indian super league controversy)।
১২টি ক্লাবের প্রস্তাবে রাজি হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির একটি বৈঠক রয়েছে। সেখানেই এই প্রস্তাবের কথা জানানো হবে। সেই বৈঠক থেকে ইতিবাচক ইঙ্গিত পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে ফেডারেশন।
প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সচিব এম সত্যানারায়ণ বুধবার, ক্লাবগুলিকে একটি চিঠি লেখেন। সেখানে বলা হয়, “গত ১০-১৫ বছর ধরে বিনিয়োগকারী এবং ক্লাবগুলির সঙ্গে যৌথভাবে ভারতীয় ফুটবলের উন্নতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এআইএফএফ। সেই চেষ্টা যাতে বৃথা না যায়, সেইজন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে হবে। আমরা জানি যে, এই সমস্যার একটা চূড়ান্ত সমাধান হওয়া উচিত। কিন্তু ফুটবল যাতে কোনওভাবেই থেমে না থাকে, সেইজন্যও প্রাথমিকভাবে এই সমস্যার সমাধান অত্যন্ত জরুরি একটা বিষয়।"
ক্লাবগুলি কী বলছে?
সাংবিধানিক জটিলতা মিটিয়ে দ্রুত নতুন করে টেন্ডার ডাকা হোক বলে দাবি জানিয়েছে আইএসেএল-এর ক্লাবগুলি। তাদের কথায়, একটা উপযুক্ত টাইম উইন্ডো মেনে চলা উচিত। চলতি মাসের মধ্যেই সমস্যা মেটানোর আর্জি জানিয়েছে ক্লাবগুলি।
সেইসঙ্গে, তারা এও স্পষ্ট করে দিয়েছে যে, একটি লিগ আয়োজন করতে গেলে দরকার পড়লে ক্লাবগুলি মিলে নিজেরাই একটি সংস্থা তৈরি করে নেবে। যে সংস্থা এই লিগ পরিচালনা করবে। সেই বডিতে প্রত্যেক ক্লাবের তরফ থেকেই সদস্য থাকবেন এবং প্রতিটি সিদ্ধান্ত সমস্ত ক্লাবের অনুমতি মেনেই নেওয়া হবে।
ইউরোপে সাধারণত এইরকম হয়ে থাকে। যেমন ইংল্যান্ড, ইট্তা এবং স্পেন সহ সমস্ত বড় দেশে এইভাবেই ঘরোয়া লিগ পরিচালানো করা হয়। সেখানে দেশের ফুটবল সংস্থার তরফ থেকে খুব একটা বড় ভূমিকা থাকে না। তারা শুধু কিছু কিছু বিষয়ে মতামত দিয়ে থাকে।
এবার ক্লাবগুলি জানিয়েছে যে, দরকারে যে কোনও বিষয়ে তারা ফেডারেশনকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। তারপরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

