সংক্ষিপ্ত
চলতি আইএসএল-এর শুরুটা ভালোভাবে করতে না পারলেও, টানা ৩ ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার
লক্ষ্য টানা তিন ম্যাচে জয়। আইএসএল-এ ইস্টবেঙ্গলের যা রেকর্ড, তাতে এই ঘটনা বিরল। বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে সেই লক্ষ্যেই খেলতে নামছে অস্কার ব্রুজোঁর দল। তবে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের দল নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গলের প্রধান কোচ। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেশিতে চোট পেয়ে অন্তত ২ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন ইস্টবেঙ্গলের অধিনায়ক সল ক্রেসপো। এই ম্যাচেই চোট পান গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। তাঁর পক্ষেও ওড়িশার বিরুদ্ধে খেলা সম্ভব হবে না। স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে চোটের জন্য চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলতে পারেননি। তিনি ১০০ শতাংশ ফিট হয়ে উঠেছেন কি না স্পষ্ট নয়। ফলে নির্ভরযোগ্য বিদেশি ফুটবলার হিসেবে একমাত্র মাদিহ তালালকে পাচ্ছেন অস্কার। তিনি হিজাজি মাহের, ক্লেইটন সিলভাকে প্রথম একাদশে রাখতে বাধ্য হবেন।
গোল পাবেন ক্লেইটন?
চলতি মরসুমের আইএসএল-এ কোনও ম্যাচেই গোল পাননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন। তাঁকে প্রথম একাদশে রাখছেন না অস্কার। কিন্তু দিমিত্রিওস না থাকায় বৃহস্পতিবার ক্লেইটনকেই খেলাতে বাধ্য হবেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ। তিনি বুধবার অনুশীলনে ক্লেইটনের জন্য আলাদা করে সময় দিলেন। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গোল পেলে লাল-হলুদ শিবিরে স্বস্তি ফিরবে। দ্বিতীয়ার্ধে ডেভিড লাললানসাঙ্গাকে নামাতে পারেন অস্কার।
মাঝমাঠের উপর জোর অস্কারের
চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে অসাধারণ গোল করেন জিকসন সিং। বৃহস্পতিবারের ম্যাচেও তাঁকে প্রথম একাদশে রাখা হবে। সেন্ট্রাল মিডফিল্ডে থাকবেন সৌভিক চক্রবর্তী। লেফট উইংয়ে থাকবেন বিষ্ণু পি ভি। রাইট উইংয়ে থাকবেন নাওরেম মহেশ সিং। ক্রেসপোর পরিবর্তে নন্দকুমার শেখরকে খেলাতে পারেন অস্কার। তিনি ওড়িশার বিরুদ্ধে জয়ের জন্য সেট-পিসের উপর জোর দিচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
তেরোর গেরো কাটল, 'চেন্নাই এক্সপ্রেস' বেলাইন করে ছুটছে অস্কারের ইস্টবেঙ্গল
চোটের জন্য ২ সপ্তাহ মাঠের বাইরে অধিনায়ক, চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল
'বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি,' বার্তা সৌভিক চক্রবর্তীর