সংক্ষিপ্ত

প্রথমবার আইএসএল-এ খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন পর ভারতীয় ফুটবলের সেরা প্রতিযোগিতায় সাদা-কালো ব্রিগেডের দাপট দেখা যাচ্ছে।

ঘরের মাঠে প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে ০-১ হার। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষমুহূর্তে গোল হজম করে ১-১ ড্র। এরপর বৃহস্পতিবার আইএসএল-এ প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ১-০ জয় ছিনিয়ে নিল আন্দ্রে চেরনিশভের দল। ৩৯ মিনিটে বিপক্ষের ডিফেন্ডার ও গোলকিপারের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ম্যাচের একমাত্র গোল করেন লালরেমসাঙ্গা ফানাই। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিজার লোবি মানজোকি। না হলে মহামেডান স্পোর্টিংয়ের জয়ের ব্যবধান বাড়ত। তবে ১-০ জয় পেলেও, ৩ পয়েন্ট পেয়েই খুশি সাদা-কালো শিবির। ৫ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং। তার আগে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে জয় পেয়ে উজ্জীবিত সাদা-কালো শিবির। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে উঠে এল মহামেডান স্পোর্টিং।

মহামেডান স্পোর্টিংয়ের অসাধারণ লড়াই

আই লিগ থেকে আইএসএল-এ এসে মানিয়ে নেওয়া সহজ নয়। এবার খাতায়-কলমে সবচেয়ে শক্তিশালী দলগুলির মধ্যে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ধরা হয়নি। কিন্তু মাঠে নেমে অসাধারণ লড়াই করছেন ফানাই, মহম্মদ ইরশাদ, সামাদ আলি মল্লিকরা। সীমিত ক্ষমতা নিয়েও প্রাণপণ লড়াই করলে যে সাফল্য পাওয়া যায়, সেটা দেখিয়ে দিচ্ছে সাদা-কালো ব্রিগেড। এবার অনেক দলকেই বিপদে ফেলে দিতে পারে মহামেডান স্পোর্টিং

মহামেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলপ্রেমীরা

এবারের আইএসএল-এ কলকাতা থেকে খেলছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান স্পোর্টিং। এই তিন দলের মধ্যে মহামেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্সই ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিচ্ছে। ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরাও মহামেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্সের প্রশংসা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লাল-হলুদ শিবিরে বোধনের আগেই বিসর্জনের সুর, আর কতদিন থাকছেন কার্লেস কুয়াদ্রাত?

ফুটবলপ্রেমীদের পাশে কলকাতা মেট্রোরেল, আইএসএল ম্যাচের দিন সমর্থকদের জন্য বিশেষ পরিষেবা

হিজাজিদের দায়সারা ফুটবল, এবারও হার দিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের