- Home
- Sports
- Football
- ISL: রাত পোহালেই হাইভোল্টেজ ম্যাচ! মহামেডানকে হারিয়ে প্রতিযোগিতার প্রথম জয় কি পাবে ইস্টবেঙ্গল?
ISL: রাত পোহালেই হাইভোল্টেজ ম্যাচ! মহামেডানকে হারিয়ে প্রতিযোগিতার প্রথম জয় কি পাবে ইস্টবেঙ্গল?
রাত পোহালেই আইএসএল-এর (ISL) বড় ম্যাচ। শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে, যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি কলকাতার দুই প্রধান। চলতি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং (East Bengal vs Mohammedan Sporting)।
110

Image Credit : SOCIAL MEDIA
যদিও এই ম্যাচে নামার আগে যথেষ্ট চাপে মহামেডান
শেষ তিনটি ম্যাচেই তাদের পরাজয়।
210
Image Credit : MEDIA TEAM
তার মধ্যে আবার মোহনবাগান ম্যাচও রয়েছে
সেই ম্যাচে ৩-০ গোলে হারে তারা।
310
Image Credit : MEDIA TEAM
অর্থাৎ, কলকাতার এক প্রধানের কাছে ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে মহামেডান
তবে সেখানেই শেষ নয়। এরপর কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছেও ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় সাদাকালো ব্রিগেড।
410
Image Credit : MEDIA TEAM
শেষ ম্যাচে হায়দ্রাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে বড় ব্যবধানে হার
এই ম্যাচে ৪-০ গোলে পরাজিত হয় তারা।
510
Image Credit : MEDIA TEAM
ফলে, শেষ তিন ম্যাচে হেরে খেলতে নামছে তারা।
খাতায় কলমে পিছিয়ে থেকেই শুরু করবে মহামেডান।
610
Image Credit : Asianet News
অন্যদিকে, ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে
যদিও চলতি আইএসএল-এ এখন একটিও জয় পায়নি তারা।
710
Image Credit : Asianet News
তাই, হায়দ্রাবাদের মতো ইস্টবেঙ্গলও কি তাদের প্রথম জয় মহামেডানকে হারিয়েই পাবে?
জল্পনা শুরু হয়ে গেছে।
810
Image Credit : Asianet News
উল্লেখ্য, এএফসি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স
একদিকে বসুন্ধরাকে ৪ গোল এবং নেজমেহ এফসিকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে গোটা দলের।
910
Image Credit : Asianet News
সেই মোমেন্টামকে কাজে লাগাতে চাইছে লাল হলুদ ব্রিগেড
আইএসএল-এ প্রথম জয় তুলে নিয়ে লড়াইতে ফিরতে চাইছে লড়াইতে।
1010
Image Credit : Asianet News
যার হাতে ধরে ছুটতে শুরু করেছে ইস্টবেঙ্গল
আইএসএল-এর এই হাইভোল্টেজ ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের অন্যতম বড় ভরসা নয়া হেডকোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
Latest Videos