সংক্ষিপ্ত
এবারের আইএসএল-এর শুরুটা ভালোভাবে করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু দেশের সেরা লিগ যত এগোচ্ছে ততই পিছিয়ে পড়ছে সাদা-কালো ব্রিগেড।
আইএসএল-এ ফের হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। শুক্রবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসি-র কাছে ০-২ হেরে গেল সাদা-কালো ব্রিগেড। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে প্রথম গোল করে পাঞ্জাব এফসি-কে এগিয়ে দেন লুকা ম্যাকেন। এরপর ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ফিলিপ মেজিয়াক। এই ম্যাচে মাত্র ৩৭.৩ শতাংশ বল পজেশন নিয়েও বড় ব্যবধানে জয় পেল পাঞ্জাব এফসি। গোলে ৫ বার শট নিতে পারেন পাঞ্জাব এফসি-র ফুটবলাররা। তাতেই জয় এল। মহামেডান স্পোর্টিং ভালো পারফরম্যান্স দেখায়। বল পজেশনে এগিয়ে থাকার পাশাপাশি অনেক সুযোগও তৈরি করেন লালরেমসাঙ্গা ফানাই, মাকান ছোটেরা। কিন্তু তাঁরা গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। এই কারণেই চলতি আইএসএল-এ সপ্তম ম্যাচে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব।
লিগ টেবলে ভালো জায়গায় পাঞ্জাব এফসি
মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এই জয়ের ফলে আইএসএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল পাঞ্জাব এফসি। ৯ ম্যাচ খেলে পাঞ্জাব এফসি-র পয়েন্ট ১৮। অন্যদিকে, ১০ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বরে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখনও পর্যন্ত মাত্র ১ ম্যাচে জয় পেয়েছে সাদা-কালো ব্রিগেড।
মহামেডান স্পোর্টিংয়ে কোচ বদল আসন্ন?
আইএসএল-এ পরপর হারের ফলে মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিশভ প্রবল চাপে পড়ে গিয়েছেন। তাঁকে বরখাস্ত করার দাবি জোরালো হচ্ছে। মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা শুক্রবারের ম্যাচের আগে পর্যন্ত দ্বিধাবিভক্ত ছিলেন। কিন্তু পাঞ্জাব এফসি-র বিরুদ্ধেও হারের পর চেরনিশভকেই কোচের পদে রেখে দেওয়া কঠিন। ইনভেস্টর সংস্থা হয়তো এখন আর কোচের উপর ভরসা রাখতে পারবে না। ফলে কোচ বদল আসন্ন বলেই মনে করছে ময়দান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ব্যবস্থার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গল ক্লাবের
'বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি,' বার্তা সৌভিক চক্রবর্তীর
মাঝপথেই মরসুম শেষ, চোটের জন্য মাঠের বাইরে ওড়িশা এফসি-র তারকা রয় কৃষ্ণ