সংক্ষিপ্ত

মুডে রয়েছে মোহনবাগান। 

মুডে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা ডার্বি (Kolkata Derby) জয়ের পর বুধবার, অ্যাওয়ে ম্যাচে নামতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড।

হায়দ্রাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। যারা চলতি আইএসএল-এ (ISL) নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে কলকাতার আরেক দল মহমেডানকে হারিয়ে। শুধু হারানো না, একেবারে চার গোল দিয়ে হারিয়েছে।

এবার সেই হায়দ্রাবাদের মুখোমুখি মোহনবাগান। অন্যদিকে, ডার্বি জিতে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই কিন্তু খেলতে নামছে মোহনবাগানও। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জোসে মোলিনা জানালেন, “আমরা বেশ অনেকটা লম্বা বিরতির পর ফিরছি। মানছি এই বিরতিটা বেশ লম্বা। তবে দলের প্রস্তুতি বেশ ভালো জায়গাতেই রয়েছে।”

তাঁর কথায়, “আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই মাঠে নামব। এমনিতে আগের ম্যাচে খুব ভালো খেলেছে হায়দ্রাবাদ। আমি আগেও অনেকবার বলেছি যে, আইএসএল-এর কোনও ম্যাচই সহজ নয়। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধেও একটা কঠিন ম্যাচই অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। খেলার ৯০ মিনিট, নিজেদের সেরাটাই দিতে হবে।”

সবুজ মেরুন হেডস্যারের মতে, “আমরা জানি যে, হা হায়দ্রাবাদ আমাদের কতটা সমস্যার মধ্যে ফেলতে পারে। কারণ, গত ম্যাচ থেকে নিজেদের সেরা ফর্মে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে যেখানেই থাকুক না কেন, কোনওভাবেই এটা এটা সহজ ম্যাচ হবে না। জিততে গেলে নিজেদের সেরাটাই দিতে হবে। আমাদের পরিকল্পনা একইরকম থাকবে। কারণ, কাজ কীভাবে নিজেদের কাজ করতে হয়, সেটা আমরা ভালোই জানি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।