- Home
- Sports
- Football
- ISL: 'নর্থ ইষ্টকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে চাই' বললেন মোলিনা, জিততে মরিয়া মোহনবাগান
ISL: 'নর্থ ইষ্টকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে চাই' বললেন মোলিনা, জিততে মরিয়া মোহনবাগান
আইএসএল-এর (Indian Super League) গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড (Mohun Bagan vs North East United)।
110

Image Credit : SOCIAL MEDIA
ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান
আইএসএলে (ISL) নিজেদের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে তারা।
210
Image Credit : MEDIA TEAM
এরপর নামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (ACL 2) খেলায়
সেই ম্যাচেও রভশন এফসির বিরুদ্ধে গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ করে সবুজ মেরুন ব্রিগেড।
310
Image Credit : SOCIAL MEDIA
আর এবার বাগান শিবিরের সামনে নর্থ ইস্ট
অনুশীলন চলছে জোরকদমে।
410
Image Credit : SOCIAL MEDIA
পুরো তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাতে চাইছে সবুজ মেরুন শিবির
জয় ছাড়া কিছুই ভাবছেন না মোহনবাগান ফুটবলাররা।
510
Image Credit : MEDIA TEAM
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)
মহামেডানকে ১-০ গোলে হারায় তারা।
610
Image Credit : SOCIAL MEDIA
আত্মবিশ্বাসী মোহনবাগান হেড কোচ জোসে মোলিনা (Jose Molina)
আইএসএল-এর লড়াইতে এগিয়ে যাওয়ার জন্য তিনি শুধু জয় চাইছেন।
710
Image Credit : SOCIAL MEDIA
কী বলছেন মোলিনা?
তাঁর কথায়, “ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে এই ম্যাচের কোনও তুলনা করতে চাই না। ওটা ছিল একটি প্রতিযোগিতার ফাইনাল খেলা। আর এটা আইএসএল-এর লিগ ম্যাচ।”
810
Image Credit : social media
আশাবাদী সবুজ মেরুন হেড স্যার
মোলিনার মতে, “আমরা এই ম্যাচের জন্য পুরো তৈরি। কঠিন একটি ম্যাচ আমাদের সামনে। তবে আশা করি, সোমবার আইএসএল-এর প্রথম জয় পাব আমরা।”
910
Image Credit : SOCIAL MEDIA
সবমিলিয়ে, তৈরি বাগান শিবির
এবার শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা।
1010
Image Credit : SOCIAL MEDIA
২৩ সেপ্টেম্বর, সোমবার খেলা শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস-১৮ টেলিভিশন চ্যানেল ও জিও সিনেমা মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে।
Latest Videos