- Home
- Sports
- Football
- ISL: 'নর্থ ইষ্টকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে চাই' বললেন মোলিনা, জিততে মরিয়া মোহনবাগান
ISL: 'নর্থ ইষ্টকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে চাই' বললেন মোলিনা, জিততে মরিয়া মোহনবাগান
| Published : Sep 22 2024, 10:39 PM IST
ISL: 'নর্থ ইষ্টকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে চাই' বললেন মোলিনা, জিততে মরিয়া মোহনবাগান
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান
আইএসএলে (ISL) নিজেদের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে তারা।
210
এরপর নামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (ACL 2) খেলায়
সেই ম্যাচেও রভশন এফসির বিরুদ্ধে গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ করে সবুজ মেরুন ব্রিগেড।
310
আর এবার বাগান শিবিরের সামনে নর্থ ইস্ট
অনুশীলন চলছে জোরকদমে।
410
পুরো তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাতে চাইছে সবুজ মেরুন শিবির
জয় ছাড়া কিছুই ভাবছেন না মোহনবাগান ফুটবলাররা।
510
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)
মহামেডানকে ১-০ গোলে হারায় তারা।
610
আত্মবিশ্বাসী মোহনবাগান হেড কোচ জোসে মোলিনা (Jose Molina)
আইএসএল-এর লড়াইতে এগিয়ে যাওয়ার জন্য তিনি শুধু জয় চাইছেন।
710
কী বলছেন মোলিনা?
তাঁর কথায়, “ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে এই ম্যাচের কোনও তুলনা করতে চাই না। ওটা ছিল একটি প্রতিযোগিতার ফাইনাল খেলা। আর এটা আইএসএল-এর লিগ ম্যাচ।”
810
আশাবাদী সবুজ মেরুন হেড স্যার
মোলিনার মতে, “আমরা এই ম্যাচের জন্য পুরো তৈরি। কঠিন একটি ম্যাচ আমাদের সামনে। তবে আশা করি, সোমবার আইএসএল-এর প্রথম জয় পাব আমরা।”
910
সবমিলিয়ে, তৈরি বাগান শিবির
এবার শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা।
1010
২৩ সেপ্টেম্বর, সোমবার খেলা শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস-১৮ টেলিভিশন চ্যানেল ও জিও সিনেমা মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে।
Read more Articles on