Indian Super League: “আইএসএল খেলতে চাই" এই মর্মে এবার বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা। মঙ্গলবার, শুভাশিস বোস, প্রীতম কোটাল, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, নিখিল প্রভু এবং আকাশ মিশ্রদের মতো একাধিক ফুটবলার একটি বিবৃতি দেন।
Indian Super League: আদৌ কি শুরু হবে আইএসএল? ভারতের মেগা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ (indian super league issues)। কারণ, কোনও সংস্থাই প্রতিযোগিতা আয়োজনের জন্য কোনও বিড জমা দেয়নি (indian super league controversy)। এমতাবস্থায় এককাট্টা অবস্থান নিয়েছেন আইএসএল খেলা ফুটবলাররা।
ফুটবলারদের খোলা চিঠি
“আইএসএল খেলতে চাই" এই মর্মে এবার বার্তা দিলেন ভারতীয় ফুটবলাররা। মঙ্গলবার, সুনীল ছেত্রী, শুভাশিস বোস, প্রীতম কোটাল, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, নিখিল প্রভু এবং আকাশ মিশ্রদের মতো একাধিক ফুটবলার একটি বিবৃতি দেন। এমনকি বিদেশি ফুটবলার তিরিও সেই পোস্ট করেন।
সারমর্ম এই যে, যত দ্রুত সম্ভব আইএসএল শুরু করতে হবে। কারণ, এই মেগা টুর্নামেন্ট ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে সবথেকে বেশি তারা এবং কোচিং স্টাফরাই। সেইসঙ্গে, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্সের মতো দলের ফুটবলাররাও একযোগে সেই বিবৃতি দিয়েছেন।
তারকা ফুটবলারদের সেই খোলা চিঠিতে কার্যত, কাঠগড়ায় তোলা হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেই। ভারতীয় হোক বা বিদেশি, প্রত্যেক ফুটবলার দাবি তুলেছেন, “আমাদের খেলাটা এই দেশে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যার দায়িত্বে আছেন। তাদের একটাই কথা বলতে চাই, ভারতে এই মুহূর্তে প্রতিযোগিতামূলক ফুটবল হওয়াটা সবথেকে বেশি দরকার।"
আইএসএল কি হবে?
এদিকে রবিবার, ফেডারেশনের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে আইএসএল টেন্ডারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। সেখানে ঠিক কী বলা হয়েছে? কমার্শিয়াল রাইটসের জন্য প্রস্তাবের আবেদন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটি এদিন একটি মিটিংয়ে বসে। সেই কমিটিতে আলোচনার পর, প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও পরবর্তী পদক্ষেপ হিসেবে সুপ্রিম কোর্টে তাঁর রিপোর্ট জমা দিতে চলেছেন।
এক্ষেত্রে একটা হতে পারে যে, ফের নতুন কোনও শর্ত আরোপ করে আবারও বিড। নাহলে, যেহেতু কোনও সংস্থাই বিডে অংশগ্রহণ করেনি, তাই নতুন করে এফএসডিএল’কেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। এবার সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেইদিকেই এখন সবার নজর রয়েছে। উত্তর দেবে সময়। তারই মাঝে কেরালা তাদের অপারেশনস বন্ধ করে দিয়েছে। এবার চিঠি দেশের ফুটবলারদের তরফ থেকেও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

