Indian Super League: আবার সেই একই প্রস্তাব দেয় আই লিগের ক্লাবগুলিও। কিন্তু দুটি প্রস্তাবই পত্রপাট খারিজ করে দিল ফেডারেশন।

Indian Super League: আইএসএল-এর সমস্ত ক্লাব একজোট হয়ে আইএসএল আয়োজনের প্রস্তাব দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (indian super league 2025)। একমাত্র ইস্টবেঙ্গল বাদে। আইএসএল-এর বাকি ক্লাবগুলি একসঙ্গে আইএসএল আয়োজন করতে চায় বলে ইতিমধ্যেই এআইএফএফ-কে চিঠি দিয়েছে (indian super league controversy)। 

আইএসএল এবং আই লিগের জন্য তিন সদস্যের দুটি কমিটি

আবার সেই একই প্রস্তাব দেয় আই লিগের ক্লাবগুলিও। কিন্তু দুটি প্রস্তাবই পত্রপাট খারিজ করে দিল ফেডারেশন। তবে স্পনসর জোগাড় করতে না পারলেও, কমিটি তৈরিতে সিদ্ধহস্ত ফেডারেশন। তারা এবার আইএসএল এবং আই লিগের জন্য তিন সদস্যের দুটি কমিটি তৈরি করেছে। 

সেই কমিটি সব ক্লাবদের সঙ্গে আলোচনা করে এই দুটি টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দিল্লীতে শনিবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানেই আইএসএল-এর ক্লাবগুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় কর্তাদের মধ্যে। মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া আনুষ্ঠানিকভাবে কর্মসমিতির সদস্যদের কাছে একটি প্রস্তাব পেশ করেন। 

তবে সেই প্রস্তাবে আবার আপত্তি তোলে বাংলা সহ একাধিক রাজ্যের ফুটবল সংস্থা। তারা দাবি করে যে, এর ফলে ফেডারেশনের পক্ষে তা সংবিধান বিরোধী কাজ হয়ে যাবে। তাই লিগ আয়োজনের দায়িত্বে ফেডারেশনের হাতেই থাকা উচিত।

প্রয়োজন পড়লে ফিফা এবং এএফসি-রও সাহায্য নেবে ফেডারেশন

তারপরেই আইএসএল-এর জন্য তিন সদস্যের একটি কমিটি তৈরি করা হয়। সেখানে কেরালা থেকে নাভাস মীরান, গোয়ার তরফে কাইতানো ফার্নান্ডেজ় এবং বাংলা থেকে অনির্বাণ দত্ত রয়েছেন। তারা আগামী ২২-২৯ ডিসেম্বরের মধ্যে চেন্নাইয়ান এফসি, মুম্বই সিটি এফসি, দিল্লী এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং মোহনবাগানের সঙ্গে কথা বলে তারপর প্রস্তাব জমা দেবেন এআইএফএফ-এর কাছে। 

সেই অনুযায়ী, সুপ্রিম কোর্টকে গোটা বিষয়টি জানানো হবে। অপরদিকে, আই লিগের কমিটিতে রয়েছেন অন্ধ্রপ্রদেশ থেকে কোটাগিরি শ্রীধর, মিজ়োরামের লালরেংপুইয়া এবং পাঞ্জাবের হরজিন্দর সিং। 

প্রয়োজন পড়লে ফিফা এবং এএফসি-রও সাহায্য নেবে ফেডারেশন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।