সংক্ষিপ্ত

গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবারও খেতাবের অন্যতম দাবিদার। প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন জেসন কামিংসরা।

অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ৩-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল সবুজ-মেরুন। এদিন ভারত-অস্ট্রেলিয়া জুটির অসাধারণ পারফরম্যান্সের সুবাদে অনায়াসে জয় পেল গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। গোল করলেন দিমিত্রিওস পেট্রাটস, জেসন কামিংস ও মনবীর সিং। ২২ মিনিটে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন পেট্রাটস। প্রথমার্ধের শেষমুহূর্তে ব্যবধান বাড়ান কামিংস। ৫৫ মিনিটে চেন্নাইয়ের হয়ে গোল করে ব্যবধান কমান রাফায়েল ক্রিভেলারো। সেই সময় ম্যাচে ফেরার আশায় ছিল চেন্নাই। কিন্তু পরের মিনিটেই সবুজ-মেরুনের হয়ে ব্যবধান বাড়ান মনবীর। ফলে গতবারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়ে যায়।

এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে মাত্র একটি বদল হয়। অন্যদিকে চেন্নাইয়িন দলে একাধিক বদল হয়। এদিনই প্রথম ম্যাচ খেলতে নামেন ইংরেজ ডিফেন্ডার রায়ান এডওয়ার্ডস। এশিয়ান গেমসে খেলে ফেরার পর এদিনই এবারের আইএসএল-এ প্রথম ম্যাচ খেলতে নামেন রহিম আলি। কিন্তু শুরু থেকেই সবুজ-মেরুনের দাপট ছিল। মূলত প্রতি-আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল চেন্নাইয়িন এফসি। পঞ্চম মিনিটে সহজ সুযোগ পায় তারা। তবে সেই সুযোগ নষ্ট করেন নিনথোই মিতেই। তাঁর শট বারের উপর দিয়ে চলে যায়। আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল চেন্নাইয়িন। ম্যাচের দ্বিতীয় উল্লেখযোগ্য সুযোগ নষ্ট করেন কনর শিল্ডস। কিন্তু তাঁর শটও বাইরে চলে যায়। এরই মধ্যে ২২ মিনিটে রাইট উইং থেকে সাহাল আবদুল সামাদের নিখুঁত ক্রসে অসাধারণ হেডে গোল করেন পেট্রাটস। এরপর প্রথমার্ধের সংযোজিত সময়ে চেন্নাইয়িন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান কামিংস। প্রথমার্ধে মোহনবাগান সুপার জায়ান্টেরই দাপট ছিল। যোগ্য দল হিসেবেই ২-০ এগিয়ে যায় সবুজ-মেরুন। আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েই ড্রেসিংরুমে ফেরে হুয়ান ফেরান্দোর দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার লক্ষ্যে রাফায়েলকে মাঠে নামান চেন্নাইয়িন এফসি-র প্রধান কোচ ওয়েন কয়েল। তাঁর এই পরিবর্তন কাজে দেয়। ৫৫ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে রাফায়েলের ফ্রি-কিক শুভাশিস বসুর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথের কিছু করার ছিল না। তবে এরপরেই সাহালের অসাধারণ পাস থেকে গোল করে মোহনবাগান সুপার জায়ান্টের জয় নিশ্চিত করেন মনবীর। টানা ৩ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সবুজ-মেরুন।

আরও পড়ুন-

Neymar Jr: বাবা হলেন নেইমার, শেয়ার করলেন ছোট্ট মাভির সঙ্গে আবেগঘন মুহূর্তের ছবি

Lionel Messi: জানুয়ারিতেই ইন্টার মায়ামি ছেড়ে বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি!

YouTube video player