- Home
- Sports
- Football
- শনিবার আইএসএল প্লে-অফে ওড়িশার বিরুদ্ধে লড়াই, ফাইনাল ভেবে খেলতে নামবে এটিকে মোহনবাগান
শনিবার আইএসএল প্লে-অফে ওড়িশার বিরুদ্ধে লড়াই, ফাইনাল ভেবে খেলতে নামবে এটিকে মোহনবাগান
কলকাতা ডার্বিতে ফের ইস্টবেঙ্গলকে সহজেই হারানোর পর এবার আইএসএল-এর প্লে-অফে খেলতে নামছে এটিকে মোহনবাগান। ঘরের মাঠ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার ওড়িশা এফসির-র বিরুদ্ধে প্লে-অফ ম্যাচ খেলবে সবুজ-মেরুন ব্রিগেড।
- FB
- TW
- Linkdin
আইএসএল সেমি ফাইনালের পথে এটিকে মোহনবাগানের সামনে বাধা ওড়িশা এফসি
শনিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর প্লে-অফ ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিতলেই সেমি ফাইনালে পৌঁছে যাবে সবুজ-মেরুন শিবির।
ওড়িশা এফসি-র বিরুদ্ধে আইএসএল প্লে-অফেও এটিকে মোহনবাগানের ভরসা দিমিত্রিয়স পেট্রাটস
কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের জালে বল জড়ান এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিয়স পেট্রাটস। প্লে-অফে ওড়িশা এফসি-র বিরুদ্ধেও গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে দল।
ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এটিকে মোহনবাগানের নতুন বিদেশি ফুটবলাররা
উরুগুয়ের ফেডেরিকো গ্যালেগো, মন্টেনেগ্রোর স্লাভকো ডেমানোভিচের মতো এটিকে মোহনবাগানে যোগ দেওয়া নতুন বিদেশি ফুটবলাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এর ফলে দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।
ইস্টবেঙ্গলের চেয়ে শক্তিশালী দল ওড়িশা, হাড্ডাহাড্ডি লড়াই হবে, মত হুগো বুমোসের
এটিকে মোহনবাগানের সবচেয়ে বড় ভরসা হুগো বুমোস বলেছেন, 'ডার্বিতে যেভাবে খেলেছিলাম, শনিবার তার চেয়েও ভালো খেলতে হবে। ইস্টবেঙ্গলের চেয়ে ওড়িশা এফসি বেশি শক্তিশালী দল। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওরাও সেমি ফাইনালে যাওয়ার চেষ্টা করবে। ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। আমরা আত্মবিশ্বাসী, তবে আত্মতুষ্ট না।'
ডার্বির চেয়ে ১০ শতাংশ বেশি দিতে হবে, ওড়িশার বিরুদ্ধে খেলতে নামার আগে বার্তা প্রীতম কোটালের
এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল বলেছেন, 'এটা লিগ নয়, নক-আউটের ম্যাচ। একটা ভুলেই সব শেষ হয়ে যেতে পারে। ফলে ডার্বির চেয়েও ১০ শতাংশ বেশি দিতে হবে আমাদের। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। ওড়িশা শক্তিশালী দল। ওড়িশাকে হারানোর পর সেমি ফাইনাল নিয়ে ভাবব।'
ডার্বির চেয়েও ওড়িশা ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ, বলছেন স্লাভকো ডেমানোভিচ
সবুজ-মেরুনের মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্লাভকো ডেমানোভিচ বলেছেন, 'ওড়িশার বিরুদ্ধে না জিতলে ডার্বি জেতার আনন্দ ফিকে হয়ে যাবে। ওড়িশা শক্তিশালী দল। তবে আমরা ঘরের মাঠে খেলব। ফলে দর্শক সমর্থন আমাদের দিকে থাকবে। সেটা কাজে লাগিয়ে আমাদের জিততে হবে।'
এবারের আইএসএল-এ দু'টি সাক্ষাৎকারেই ওড়িশা এফসি-র কাছে হারেনি এটিকে মোহনবাগান
এবারের আইএসএল-এ ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করার পর হোম ম্যাচ জেতে এটিকে মোহনবাগান। ফলে প্লে-অফের আগে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির।