সংক্ষিপ্ত
এবারের আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ঠিক হয়ে গেল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল।
আইএসএল সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়াকে ২-০ উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি। প্রথম লেগে ০-২ পিছিয়ে থাকা অবস্থায় শেষ কয়েক মিনিটে ৩ গোল করে জয় ছিনিয়ে নেয় মুম্বই। এরপর সোমবার সহজ জয় পেল তারা। ফলে সেমি-ফাইনালে ২ লেগের পর ফল ৫-২। শনিবার আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি। ২০২০-২১ মরসুমের আইএসএল ফাইনালে সবুজ-মেরুনের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছিল মুম্বই। সেই ম্যাচের ৯০ মিনিটে জয়সূচক গোল করেন বিপীন সিং থংজম। এবার সেই হারের বদল নেওয়ার সুযোগ পাচ্ছে সবুজ-মেরুন শিবির।
দাপট দেখিয়ে ফাইনালে মুম্বই
সোমবার মুম্বই ফুটবল এরিনায় প্রথমার্ধে গোল হয়নি। ৬৯ মিনিটে প্রথম গোল করেন জর্জ পেরেইরা দিয়াজ। এরপর ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতে। যোগ্য দল হিসেবেই জয় পেল মুম্বই।
আইএসএল ফাইনালে পিছিয়ে থেকে খেলতে নামছ মুম্বই
এবারের আইএসএল-এ লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুম্বইকে ২-১ হারিয়ে লিগ টেবলের শীর্ষে থাকা নিশ্চিত করে মোহনবাগান সুপার জায়ান্ট। এর ফলে প্রথমবার আইএসএল লিগ শিল্ড জেতে সবুজ-মেরুন শিবির। এরপর ফাইনালেও জয়ই শুভাশিস বসু, লিস্টন কোলাসোদের লক্ষ্য। সবুজ-মেরুন শিবিরের প্রধান ভরসা কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। তিনি নতুন করে দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গিয়েছে দল। মিডফিল্ডার জনি কাউকোর প্রত্যাবর্তনও মোহনবাগান সুপার জায়ান্টকে বদলে দিয়েছে। শনিবার ফাইনালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্যালারির প্রতিটি আসনই পূর্ণ থাকবে। ফলে বাড়তি উজ্জীবিত হয়ে খেলতে নামবেন বিশাল কাইথ, মনবীর সিংরা। সবুজ-মেরুন রক্ষণকে ভরসা দিচ্ছেন হেক্টর ইয়ুস্তে। আক্রমণের প্রধান ভরসা দিমিত্রি পেট্রাটস। ফের মুম্বইকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Mohun Bagan Super Giant: ওড়িশাকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট
Mohun Bagan Super Giant: 'প্রথমবার লিগ-শিল্ড জয়, ঐতিহাসিক দিন,' বার্তা গোয়েঙ্কার