Inter Miami vs Atlanta United: ফুটবল মাঠে এখনও দাপট জারি আছে ‘এলএম১০’-এর। আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে ইন্টার মায়ামি জিতল ৪-০ গোলে। যার মধ্যে দুটি গোল এসেছে মেসির পা থেকে।
Inter Miami vs Atlanta United: ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে, মেসি ম্যাজিক (inter miami vs atlanta united)। আমেরিকার মেজর সকার লিগে, বিধ্বংসী ফর্মে দেখা গেল লিওনেল মেসিকে। ফের জোড়া গোল এল তাঁর পা থেকে। সেইসঙ্গে, একটি অ্যাসিস্টও করলেন ম্যাজিশিয়ান (where to watch inter miami vs atlanta united)।
জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে দুরন্ত গোল
ফুটবল মাঠে এখনও দাপট জারি আছে ‘এলএম১০’-এর। আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে ইন্টার মায়ামি জিতল ৪-০ গোলে। যার মধ্যে দুটি গোল এসেছে মেসির পা থেকে। ম্যাচের ৩৯ ও ৮৭ মিনিটে, গোল করেন তিনি। প্রথম গোলটির ক্ষেত্রে বাঁপায়ের বাঁকানো শটে কার্যসিদ্ধি করেন তিনি। এরপর দ্বিতীয় গোলটির ক্ষেত্রে, জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে দুরন্ত গোল করে যান সেই মেসি।
এছাড়া একটি গোল করেন সুয়ারেজ। অপরদিকে, আরেকটি গোল এসেছে আলবার পা থেকে। ইতিহাস বলছে, এই প্রথমবার কোনও ফুটবলার ৯টি ম্যাচে একের বেশি গোল করলেন। ওদিকে আবার ইউরোপে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ চলছে। পর্তুগালে এবং নরওয়ে, এই দুই দলই বিশ্বকাপের বাছাই পর্বে জয় ছিনিয়ে নিয়েছে। তবে ফেরান টোরেস পেনাল্টি মিস করলেও, জয় পেয়েছে স্পেন।
সেই ২১ নম্বর জার্সি পরেই মাঠে নামেন
তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করেছেন রোনাল্ডো। খেলার, ৭৪ মিনিটে তাঁর জোরালো শট সেভ করেন আইরিশ গোলকিপার কাইয়োমিন কেলেহার। এফ গ্রুপের এই ম্যাচে অবশ্য দাপট দেখায় পর্তুগালই। আয়ারল্যান্ডের গোল লক্ষ্য করে মোট ৬টি শট মারে পর্তুগাল।
তারপরেও গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হল সেই অতিরিক্ত সময় অবধি। রুবেন নেভেসের গোলের মধ্য দিয়ে পর্তুগালকে ১-০ ব্যবধানে জয় পেল এবং প্রয়াত দিয়েগো জোটাকে শ্রদ্ধাও জানাল তারা। উল্লেখ্য, জোটার প্রিয় বন্ধু নেভেস এখন সেই ২১ নম্বর জার্সি পরেই মাঠে নামেন।
অপরিদকে, জর্জিয়ার বিরুদ্ধে ফেরান তোরেস পেনাল্টি মিস করলেও স্পেন ২-০ গোলে জয় পেয়েছে। গোল করেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল। অন্য আরেকটি ম্যাচে ইতালি আবার ৩-১ গোলে হারিয়ে দিয়েছে এস্তোনিয়াকে। এই ম্যাচে ইতালির হয়ে গোল করেন মাতেও রেতেগুই, মইসে কিন এবং পিও এসপোসিতোর। এছাড়া ইজরায়েলের বিরুদ্ধে নরওয়ে জিতল ৫-০ গোলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


