সংক্ষিপ্ত
বড় খেলোয়াড়দের সাময়িক খারাপ সময় যেতে পারে, কিন্তু তাঁদের দক্ষতা কখনও কমে যায় না। সেটা ফের প্রমাণ করে দিলেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে।
বিপক্ষ দলের জন্য বিপজ্জনক, নিজের দলের জন্য সেরা অস্ত্র। কিলিয়ান এমবাপেকে ঠিক এভাবেই দেখতে চাইছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যান্সেলোত্তি। রবিবার রাতে লা লিগার ম্যাচে গেটাফের বিরুদ্ধে অসাধারণ গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন এমবাপে। এই ম্যাচের পর তাঁর প্রশংসা করে অ্যান্সেলোত্তি বলেছেন, ‘আমরা ওর কাছ থেকে এটাই চাই। ও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে আমাদের দলকে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে সাহায্য করে। ও দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েছিল। ও এই ম্যাচে অত্যন্ত সক্রিয় ছিল। ও এরকম বিপজ্জনক হয়ে উঠুক, এটাই আমরা চাই।’ রিয়াল মাদ্রিদের সমর্থকরাও এমবাপের খেলা দেখে উচ্ছ্বসিত। সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না এই তারকা স্ট্রাইকার। তিনি ফর্মে ফেরায় স্বস্তিতে রিয়াল মাদ্রিদ শিবির।
লা লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ
গেটাফের বিরুদ্ধে ২-০ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৩০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। এরপর ৩৮ মিনিটে দূরপাল্লার শটে অসাধারণ গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে। এই জয়ের পর ১৪ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা ১৫ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট পেয়েছে। ফলে পরের ম্যাচ জিতলেই শীর্ষে চলে যাবে রিয়াল মাদ্রিদ।
ফর্মে ফেরার লক্ষ্যে এমবাপে
রবিবারের ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে ৯ ম্যাচ খেলে মাত্র ২ গোল করেন এমবাপে। কয়েকদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই ফরাসি তারকা। ফলে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। গেটাফের বিরুদ্ধে গোল করে দলকে জিতিয়ে সমালোচনার জবাব দিলেন এমবাপে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kylian Mbappé: সবচেয়ে কম বয়সে ৩০০ গোল, মেসি-রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন এমবাপে
Messi-Ronaldo-Mbappe: মেসি না রোনাল্ডো, কার অনুরাগী কিলিয়ান এমবাপে?
দিয়েগো, মেসি, রোনাল্ডোকে পেছনে ফেললেন এমবাপে, মাত্র ১১ ম্যাচে ৯ গোল, ভাঙলেন কিংবদন্তি পেলের রেকর্ডও