সংক্ষিপ্ত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর থেকেই শুধু নিজের দেশ আর্জেন্টিনাতেই নয়, সারা লাতিন আমেরিকাতেই লিওনেল মেসির কদর বেড়ে গিয়েছে। অন্য চোখে দেখা হচ্ছে মেসিকে।

কাতার বিশ্বকাপ হাতে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রমাণ সাইজের মূর্তি উদ্বোধন করা হল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সদর দফতরে। এই অনুষ্ঠানে ছিলেন মেসি। তিনি নিজের মূর্তির পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ হাতে ছবিও তোলেন। মেসির মূর্তি থাকছে কিংবদন্তি দিয়েগো মারাদোনা ও পেলের মূর্তির পাশে। এই অনুষ্ঠানে কনমেবলের পক্ষ থেকে বিশ্বকাপ জয়ের জন্য মেসিকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর হাতে বিশ্বকাপের রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা তুলে দেওয়া হয়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকেও বিশেষ সম্মান জানায় কনমেবল। আর্জেন্টিনার কোচের হাতে কোপা আমেরিকা, বিশ্বকাপ ও ফিনালিসিমার মিনিয়েচার ট্রফি তুলে দেওয়া হয়। জাতীয় দলে মেসির সতীর্থদেরও একই উপহার দেওয়া হয়। কোপা লিবের্তাদোরেসের সূচি ঘোষণা অনুষ্ঠান উপলক্ষে প্যারাগুয়ের লুকে শহরে বিশেষ আয়োজন করা হয়। সেখানেই মেসি ও তাঁর সতীর্থদের সংবর্ধিত করা হয়।

সম্প্রতি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০ গোলের রেকর্ড গড়েছেন মেসি। কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে পানামার বিরুদ্ধে গোল করে এই নজির গড়েন মেসি। সেই ম্যাচের পরেও বিশেষ সম্মান জানানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলকে। এবার কনমেবলের পক্ষ থেকেও আলাদা করে সম্মান জানানো হল মেসিকে। এই সম্মান পাওয়ার পর আর্জেন্টিনার মহাতারকা বলেছেন, ‘দক্ষিণ আমেরিকার একটি দল ফের বিশ্বকাপ জিতেছে। আমরা খুব সুন্দর ও বিশেষ মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচুর ভালোবাসা পাচ্ছি।’

২০২১ সালের কোপা আমেরিকা আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম খেতাব জয়। এরপর ইটালিকে হারিয়ে ফিনালিসিমা এবং ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। দেশের হয়ে কোনও ট্রফি জিততে না পারার জন্য কয়েক বছর আগে পর্যন্ত মেসিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ক্লাবের চেয়ে দেশকেই বেশি সাফল্য এনে দিচ্ছেন 'এল এম টেন'। দেশে তাঁর কদরও বেড়ে গিয়েছে। মেসি এখন সারা আর্জেন্টিনার নয়নের মণি হয়ে উঠেছেন। বার্সেলোনার হয়ে খেলার সময় এই পরিস্থিতি ছিল না। সেই সময় বলা হত, পাশে জাভি ও ইনিয়েস্তাকে না পেলে সেরা পারফরম্যান্স দেখাতে পারেন না মেসি। কিন্তু কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন মেসি। তাঁর আর নিজেকে প্রমাণ করার কিছু নেই। মনের আনন্দে খেলে যাচ্ছেন মেসি

আরও পড়ুন-

২০২৩-এ লিওনেল মেসির মোট গোল মার্চেই টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জোড়া গোল এমবাপের, নেদারল্যান্ডকে ৪-০ উড়িয়ে দিল ফ্রান্স

'স্বপ্নে দেখেছিলাম মোহনবাগান জিতছে' মোহনবাগানের সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগে ভাসলেন মমতা