প্যারিস সাঁ জা-য় যে আগামী মরসুমে লিওনেল মেসি আর থাকছেন না সেটা ইউরোপের ফুটবল মহলে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কোন ক্লাবে যোগ দেবেন বিশ্বের সেরা ফুটবলার?

কাতার বিশ্বকাপের সময় থেকেই বিশ্বজুড়ে খবরের শিরোনামে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর ক্লাব দল প্যারিস সাঁ জা-র হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মেসি। কিন্তু ক্লাবের হয়ে তাঁর পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা চলছে দল বদলের জল্পনা নিয়ে। পিএসজি-র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হননি মেসি। চলতি মরসুম শেষ হলেই তাঁর সঙ্গে পিএসজি-র চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপরেই আর্জেন্টিনার অধিনায়ককে অন্য কোনও ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে। ইউরোপের ফুটবল মহলে খবর, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই সৌদি প্রো লিগে যোগ দিচ্ছেন মেসি। সৌদি আরবের ক্লাব আল-হিলালের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন মেসি। তাঁকে আগামী মরসুমে এই ক্লাবের হয়েই খেলতে দেখা যাবে। ফলে ফের একই লিগে মেসি-রোনাল্ডোকে দেখা যেতে পারে।

Scroll to load tweet…

মেসিকে ফেরাতে আগ্রহী তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও মেসিকে দলে নিতে আগ্রহী। কিন্তু বার্সা ও ইন্টার মায়ামি যে আর্থিক প্রস্তাব দিয়েছে, তার চেয়ে অনেক বেশি অর্থ দিতে তৈরি আল-হিলাল। সৌদি আরবের এই ক্লাবে সই করলে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হয়ে যাবেন মেসি। ট্রান্সফার গুরু ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মেসিকে ৪০০ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ দিচ্ছে আল-হিলাল। রোনাল্ডোকে আল-নাসর যে অর্থ দিচ্ছে, তার চেয়েও বেশি অর্থ পেতে পারেন মেসি। তিনি ইউরোপের কোনও ক্লাব থেকেই এত অর্থ পাবেন না। মেসি আল-হিলালের লোভনীয় প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানিয়েও রোমানো বলছেন, আরও কিছুদিন ইউরোপের ক্লাবে খেলার ইচ্ছা রয়েছে আর্জেন্টিনার অধিনায়কের। কিন্তু বিপুল আর্থিক প্রস্তাবও তাঁকে ভাবাচ্ছে।

Scroll to load tweet…

মেসির ঘনিষ্ঠ মহল থেকে অবশ্য দাবি করা হচ্ছে, এই তারকা আগামী মরসুমেই সৌদি আরবের ক্লাবে যোগ দিতে তৈরি। আর্থিক প্রস্তাবই তাঁর মত বদলের কারণ। আর্জেন্টিনার সাংবাদিক জার্মান গার্সিয়া গ্রোভা আবার পাল্টা দাবি করেছেন, আল-হিলালের প্রস্তাব নাকচ করে দিয়েছেন মেসি। তিনি ইউরোপের ক্লাবেই খেলবেন। কারণ, মেসি এখনও সেরা ফর্মেই আছেন। তাঁকে নিতে ইউরোপের কোনও ক্লাবেরই আপত্তি নেই। শুধু আর্থিক দিকটাই ভাবছেন ৭ বারের ব্যালন ডি'অর জয়ী। ইউরোপের যে ক্লাবগুলি মেসিকে নিতে আগ্রহী, তাদের আর্থিক সমস্যা রয়েছে। পিএসজি যে আর্থিক প্রস্তাব দিয়েছে, তাতে রাজি নন মেসি। ফলে তাঁর দল বদল নিশ্চিত।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গলের দায়িত্বে আইএসএল জয়ী স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা

শনিবার শুরু সুপার কাপের গ্রুপ পর্ব, নজর থাকবে এই ফুটবলারদের উপর

সাপ ধরার প্রশিক্ষণ নিচ্ছে বাইচুং ভুটিয়ার ছেলে ইউজেন