সংক্ষিপ্ত

কয়েক বছর আগেও বাংলার বেশিরভাগ ফুটবলপ্রেমীই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থক ছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির সমর্থক সংখ্যা অনেক বেড়ে গিয়েছে।

গত ২ দশকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সুবাদে বিদেশি ফুটবল টুর্নামেন্টগুলি বাংলার ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া বিদেশের ফুটবলকে বাংলার ফুটবলপ্রেমীদের আরও কাছে এনে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেশলিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপের মতো টুর্নামেন্টগুলি নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা করেন বাংলার ফুটবলপ্রেমীরা। বিদেশের ক্লাবগুলিও ফুটবলপ্রেমীদের এই আবেগ উস্কে দিয়ে তাঁদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। লা লিগার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মাঝেমধ্যেই বাংলায় নানা পোস্ট করা হয়। জনপ্রিয় বাংলা ছবির আদলে পোস্টার দেখা যায়। এবার এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে ম্যাঞ্চেস্টার সিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাংলায় একটি পোস্ট করা হয়েছে। বাংলার ফুটবলপ্রেমীদের কাছে টানাই লক্ষ্য।

 

View post on Instagram
 

 

ম্যাঞ্চেস্টার সিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই পোস্টে দেখা যাচ্ছে, রাইট ব্যাক কাইল ওয়াকারের জার্সিতে বাংলায় নাম ও ২ নম্বর লেখা আছে। কলকাতার প্রিন্সেপ ঘাটের কাছে রাস্তায় একটি মালবাহী গাড়ি যাচ্ছে। সেই গাড়িতে হোর্ডিং দেওয়া হয়েছে। সেই হোর্ডিংয়ে লেখা রয়েছে, ম্যাঞ্চেস্টার সিটি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচের ২ দিন বাকি। এই পোস্ট দেখে বাংলার ম্যান সিটি সমর্থকরা খুশি। ম্যান ইউ সমর্থকরা আবার এই পোস্ট দেখে কটাক্ষ করছেন।

এবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল। ফলে ত্রিমুকুুট জয়ের সুযোগ রয়েছে ম্যান সিটির সামনে। এফএ কাপ জিতলে মরসুমের দ্বিতীয় ট্রফি জিতবে গুয়ার্দিওলার দল। সেই ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন কোচ-ফুটবলাররা। ম্যাঞ্চেস্টার ডার্বি জিতে এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়াই সিটির লক্ষ্য।

এফএ কাপ ফাইনালে ফেভারিট হিসেবেই খেলতে নামছে ম্যাঞ্চেস্টার সিটি। এ বছরের ফেব্রুয়ারি থেকেই অসাধারণ ফর্মে সিটির ফুটবলাররা। আর্সেনালকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে পৌঁছে যায় সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে ৩-০, রিয়াল মাদ্রিদকে ৪-০ হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন ওয়াকাররা। গত রবিবার দুর্বল দল নিয়ে ব্রেন্টফোর্ডের কাছে হেরে যাওয়ার আগে পর্যন্ত টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল সিটি। এর মধ্যে ২০টি ম্যাচে জয় এসেছিল। আর্সেনালকে ৪-১, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৬-৩ উড়িয়ে দেয় সিটি। এবার এফএ কাপ জেতার প্রস্তুতি নিচ্ছে গুয়ার্দিওলার দল। ত্রিমুকুট জিততে পারলে অসাধারণ নজির গড়বে সিটি। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছেন ওয়াকাররা।

আরও পড়ুন-

আগামী মরসুমে কোন ক্লাবে খেলবেন? স্পষ্ট জানিয়ে দিলেন কিলিয়ান এমবাপে

শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের ড্র, টানা ১১ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা