MB vs KBFC Super Cup 2025: মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত। এবার সুপার কাপের কোয়ার্টার ফাইনালে (Quarter Final) বড় জয় সবুজ মেরুন ব্রিগেডের। 

MB vs KBFC Super Cup 2025: সুপার কাপের (Super Cup 2025) কোয়ার্টার ফাইনালে বাজিমাত করল মোহনবাগান (Mohun Bagan)। বলা উচিত, দলে সুযোগ পেয়ে নিজেদের রীতিমতো প্রমাণ করলেন সবুজ মেরুনের তরুণ ফুটবলাররা। আর সেই সুবাদেই কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) ২-০ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে (Super Cup Semifinal 2025) পৌঁছে গেল মোহনবাগান। 

Scroll to load tweet…

শনিবার, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (Mohun Bagan vs Kerala Blasters)। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে বাস্তব রায়ের ছেলেরা। আর দলের অধিনায়ক ছিলেন দীপক টাংরি। তবে কেরালাও পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা চালাতে থাকে। কিন্তু প্রথম ডেডলক ভাঙে মোহনবাগানই। ম্যাচের ২২ মিনিটে, মাঝমাঠ থেকে আসা বল রিসিভ করে দুরন্ত কন্ট্রোল করেন সালাউদ্দিন। তারপর কাট করে বক্সের ভিতর ঢুকে, ডিফেন্ডারদের কাটিয়ে সোজা পাস বাড়ান সাহাল আবদুল সামাদের (Sahal Abdul Samad) দিকে। আর সেই ঠিকানা লেখা পাস ধরেই অনবদ্য গোল করে যান সাহাল আবদুল সামাদ এবং মোহনবাগান এগিয়ে যায় ১-০ ব্যবধানে (Mohun Bagan vs Kerala Blasters Highlights)। 

তবে গোল খেলেও ম্যাচে ফেরার চেষ্টা করে কেরালা । খেলার ৩০ এবং ৩৮ মিনিটে, সহজ সুযোগ নষ্ট করেন নোয়া সাদৌই। নাহলে এগিয়ে যেতে পারত কেরালা ব্লাস্টার্স Mohun Bagan vs Kerala Blasters Live Score)। এমনকি, ম্যাচের ৪৫ মিনিটে, ফের সুযোগ চলে আসে কেরালার সামনে (Super Cup 2025 live score)। কিন্তু এবার মিস করেন আইমেন। তবে মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড় দীপেন্দু বিশ্বাসের প্রশংসা করতেই হবে। গোটা ম্যাচে তিনি যথেষ্ট সজাগ ছিলেন এবং অন্যান্য ডিফেন্ডাররাও বেশ ভালো খেলেন এদিন। দীপেন্দু নিজেও ব্লক করেন একাধিক শট। 

প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। এরপর দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পালতোলা নৌকা। কার্যত, কলিঙ্গ স্টেডিয়াম জুড়ে সবুজ মেরুন ঝড় ওঠে শনিবার। খেলার ৪৭ মিনিটে, ফের সুযোগ চলে আসে সেই সালাউদ্দিনের কাছে। পুরো ম্যাচে তিনি কেরালা রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন। বারংবার ডানপ্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে বেকায়দায় ফেলে দেন কেরালা ব্লাস্টার্সকে। 

ফলস্বরূপ, ম্যাচে ক্রমাগত চাপ বাড়াতে থাকে মোহনবাগান (Super Cup 2025 highlights)। খেলার ৫১ মিনিটে, আশিক কুরনিয়ানের বিষাক্ত পাস থেকে সুন্দর ফিনিশ করেন সুহেইল ভাট (Suhail Bhat)। আর সঙ্গে সঙ্গে সবুজ মেরুন এগিয়ে যায় ২-০ ব্যবধানে। 

যেহেতু লিড অনেকটাই বাড়িয়ে নেয় তারা, তাই বেজায় চাপে পড়ে যায় কেরালাও। এবার তারাও পাল্টা আক্রমণে ওঠা শুরু করে। ম্যাচের ৬৫ মিনিটে একটুর জন্য গোল মিস করেন জিমেনেজ এবং ৬৭ মিনিটে কার্যত, তিনি ওপেন নেট মিস করেন। 

সেইসঙ্গে, এদিন মোহনবাগান গোলরক্ষক ধীরজ সিং-এর প্রশংসা করতেই হবে। গোটা ম্যাচে তিনি ভালো খেলেন এবং খেলার ৭০ মিনিটে, একটি দুরন্ত সেভও করেন। এরপর ৭২ মিনিটে, সুহেইল ভাটকে তুলে গ্লেন মার্টিন্সকে নামান মোহনবাগান কোচ বাস্তব রায়। যেন রক্ষণভাগকে আরেকটু শক্তিশালী করে নেওয়া। তবে ম্যাচের শেষদিকে আক্রমণের তেজ অনেকটাই বাড়ায় কেরালা। আর সেই সুবাদেই খেলার অতিরিক্ত সময়ে একটি গোল পেয়ে যায় তারা। 

গোল করেন শ্রীকুত্তান। ওদিকে গ্লেন মার্টিন্সের একটি শট কেরালা গোলকিপার শচিন সেভ করলেও তা হাত থেকে বেরিয়ে গিয়ে বারপোষ্টে লাগে। নাহলে আরও একটি গোল পেয়ে যেতে পারত বাগান শিবির। শেষ কয়েক মিনিট কার্যত, রুদ্ধশ্বাস খেলা হয়। মোহনবাগান ডিফেন্ডাররা গোললাইনও সেভ করেন। কিন্তু শেষপর্যন্ত আর কোনও গোল হয়নি। 

সবথেকে বড় বিষয়, সুপার কাপের দলে মোহনবাগানের একাধিক প্রথম সারির ফুটবলার ছিলেন না। এমনকি, দায়িত্বে ছিলেন না মোলিনা নিজেও। কারণটা আগেই পরিষ্কার হয়ে গেছিল। আইএসএল শেষে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

তাই সহকারী কোচ বাস্তব রায়ের তক্তাবধানে জুনিয়র দল নিয়েই টুর্নামেন্টে খেলতে নামে মোহনবাগান (Mohun Bagan)। তবে হ্যাঁ, কয়েকজন সিনিয়র ফুটবলারও রয়েছেন সুপার কাপের দলে (Super Cup Squad Mohun Bagan)। কিন্তু পূর্ণশক্তির কেরালাও পারল না সেই মোহনবাগানকে রুখে দিতে। অর্থাৎ, একটা দলের রিজার্ভ বেঞ্চের শক্তিও কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তা যেন আবারও প্রমাণ হয়ে গেল। 

মাঝমাঠ থেকে রক্ষণ এবং আক্রমণভাগ, প্রতিটা বিভাগে এবং গোটা ম্যাচে দাপট দেখিয়েই কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। আর মাঝমাঠ থেকে বল বাড়ানো কিংবা উইং দিয়ে আক্রমণ তৈরি, সবক্ষেত্রেই দুরন্ত ফুটবল উপহার দিলেন মোহনবাগানের তরুণ তুর্কি সালাহউদ্দিন আদনান (Salahudheen Adnan)। তাই তিনিই এদিন ম্যাচের সেরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।