Messi in Kolkata: রাজ্যের তৈরি সিটের কাজে কোনওরকম হস্তক্ষেপ করা যাবেনা (messi in kolkata)। মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় সিবিআই তদন্তের দাবি পত্রপাট খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (messi india tour)।
Messi in Kolkata: সিবিআই তদন্ত নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, রাজ্যের তৈরি সিটের কাজে কোনওরকম হস্তক্ষেপ করা যাবেনা (messi in kolkata)। মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় সিবিআই তদন্তের দাবি পত্রপাট খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (messi india tour)।
স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের উপরেই ভরসা আদালতের
রাজ্য সরকার এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিয়েছে। তাদের কাজে এখনই কোনও হস্তক্ষেপ করতে রাজি নয় আদালত। এই প্রসঙ্গে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, নির্দিষ্ট আইন মেনেই সিট গঠন করা হয়েছে। তাই এই তদন্তের বিষয়ে সিট পক্ষপাতদুষ্ট! এই কথা একেবারেই বলা চলে না।
যুবভারতীর সেই ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলার দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেইসব মামলার শুনানি সোমবার, শেষ হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে।
সেই শুনানিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্য দুই মামলাকারীর তরফ থেকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবিও উঠে আসে। একইসঙ্গে তারা বলেন, রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তথা সিট-এর তদন্তে তাদের কোনও ভরসাই নেই। তবে আদালত সেই আবেদনে একেবারেই কর্ণপাত করেনি।
আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা
সোমবার বিকেলেই, যুবভারতী কাণ্ড নিয়ে শুনানি শেষ হয়ে যায় আদালতে। কিন্তু রায়দান স্থগিত রাখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর রাতে, সেই মামলার রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ হল, যে কোনও ঘটনার তদন্ত করা পুলিশের একটি সাংবিধানিক অধিকার। তাই তদন্তের এই অবস্থায় কখনোই সেটিকে পক্ষপাতদুষ্ট বলা চলে না। আইন মেনেই রাজ্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং গেজেট নোটিফিকেশনও রয়েছে।
অতএব, আইন অনুযায়ী, এমন কমিটি গঠনের ক্ষেত্রে বিধানসভায় প্রস্তাব পাশ করা একেবারেই বাধ্যতামূলক বিষয়ও নয়। তারপরেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের বিষয়টি খারিজ করে দেয়। অন্যদিকে, আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। তারপর ফেব্রুয়ারি মাসে, এই মামলার পরবর্তী শুনানি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
