Messi in Delhi: সোমবার দিল্লীতে মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর, মাইক হাতে নিয়েই মেসি ধন্যবাদ জানান সকলকে। তিনি বলেন, “ভারতে এসে যে ভালোবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।"
Messi in Delhi: ভারতের ভালোবাসায় আপ্লুত মেসি। আবারও এই দেশে আসতে চান বলে জানিয়ে দিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র তথা ম্যাজিশিয়ান লিওনেল মেসি (messi in delhi)। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক এতটাই খুশি হয়েছেন যে, দিল্লীর ৩৫ মিনিটের অনুষ্ঠান থেকেই তিনি জানিয়ে দিলেন, আবার এই দেশে আসতে চান (messi delhi)।
মেসি ধন্যবাদ জানান সকলকে
সোমবার দিল্লীতে মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর, মাইক হাতে নিয়েই মেসি ধন্যবাদ জানান সকলকে। তিনি বলেন, “ভারতে এসে যে ভালোবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই কয়েকটাদিন দুর্দান্ত কাটল আমাদের সকলের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমি আবার ভারতে আসব। হয়ত ম্যাচ খেলতেই আসব বা অন্য কোনও কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েকদিনের অফুরন্ত ভালোবাসার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।"
মুকেশ আম্বানির বিশেষ আমন্ত্রণ
মেসি যখন এই বক্তব্য রাখছেন, সেই সময় মঞ্চে তাঁর পাশে রয়েছেন লুই সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। অপরদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, দিল্লী থেকে বার্সেলোনা ফিরছেন না মেসি। মঙ্গলবার, তিনি সোজা চলে যাবেন গুজরাতের জামনগরে। সেখানে শিল্পপতি মুকেশ অম্বানীর তরফ থেকে বিশেষ আমন্ত্রণ গ্রহণ করেছেন লিওনেল মেসি। রিলায়্যান্স ফাউন্ডেশনের ‘বনতারা’য় থাকছে বিশেষ আতিথেয়তার ব্যবস্থা।
অর্থাৎ, আরও কিছুক্ষণ ভারতে থাকছেন তিনি। অন্যদিকে, দিল্লীতে মেসির হাতে তুলে দেওয়া হয় আগামী টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম আমেরিকা ম্যাচের টিকিট। সেইসঙ্গে, মেসির কাছে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা ব্যাট। মেসি, সুয়ারেজ় এবং ডি’পলের নাম ও নম্বর লেখা ভারতীয় ক্রিকেট দলের বিশেষ জার্সি উপহার দেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।