Messi in Kolkata: শুক্রবার রাত ২.৩০ মিনিটে, কলকাতায় পা রাখেন তিনি। শেষবার এসেছিলেন ২০১১ সালে। এরপর প্রায় ১৪ বছর পর, ভারতে এলে লিওনেল মেসি।

Messi in Kolkata: কলকাতায় পা রাখলেন ফুটবলের ম্যাজিশিয়ান। শহরে এলেন ‘এলএম১০’ (messi in kolkata)। শুক্রবার রাত ২.৩০ মিনিটে, কলকাতায় পা রাখেন তিনি। শেষবার এসেছিলেন ২০১১ সালে। এরপর প্রায় ১৪ বছর পর, ভারতে এলে লিওনেল মেসি (messi india tour)। 

উচ্ছ্বাসে মেতে ওঠেন ফুটবল ফ্যানরা

আর বিমানবন্দর থেকে মেসি বেরোতেই উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। স্লোগান এবং গানে তখন মুখরিত গোটা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ভারত এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফুটবল ফ্যানরা।

মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামিতে তাঁর সতীর্থ এবং প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। অন্যদিকে, শহরে এসে গেছেন শাহরুখ খানও। 

বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান হোটেলে। সেখানেও মেসিকে স্বাগত জানানোর জন্য একাধিক ভক্ত উপস্থিত ছিলেন। তবে হোটেলে মাত্র কয়েক ঘণ্টাই বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কারণ, শনিবার সকাল ৯.৩০-১০.৩০ মিনিট পর্যন্ত, ছিল মিট অ্যান্ড গ্রিট পর্ব। এরপর সকাল ১০.৩০-১১.১৫ মিনিটের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে নিজের মূর্তি উন্মেচন করার কথা মেসির।

 ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’

এরপর সকাল ১১.১৫ মিনিটে, হোটেল থেকে যুবভারতীর দিকে রওনা দেবেন ‘এলএম১০’। ১১.৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ। তারপর দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

দুপুর ১২-১২.৩০ মিনিট পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপচারিতা। সেই অনুষ্ঠানের পর, বিমানবন্দর থেকে দুপুর ২টোয় হায়দ্রাবাদের দিকে রওনা দেবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। 

ভারতে মেসির এই সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। তবে একের পর এক অনুষ্ঠান। কার্যত, ঠাসা সূচি। তাই এই সফরে কলকাতায় খুব একটা বিশ্রামের সুযোগ নেই মেসির কাছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।