Mohun Bagan CFL 2025: ডার্বির আগে জয় চাই। আত্মবিশ্বাসী মোহনবাগান। মঙ্গলবার, অনুশীলন শেষ করে যখন মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো, তখন ইস্টবেঙ্গল বনাম পাঠচক্র ম্যাচ শেষ হয়ে গেছে।

Mohun Bagan CFL 2025: ডার্বির আগে ইস্টবেঙ্গলের হার। কিন্তু মোহনবাগান শিবির কিছুতেই হারতে রাজি নয় (cfl mohun bagan match)। কারণ, ডার্বির আগে জয় চাই। আত্মবিশ্বাসী মোহনবাগান। মঙ্গলবার, অনুশীলন শেষ করে যখন মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো, তখন ইস্টবেঙ্গল বনাম পাঠচক্র ম্যাচ শেষ হয়ে গেছে (calcutta football league 2025)।

বুধবার, ঘরোয়া লিগে মোহনবাগানের সামনে কালীঘাট এমএস। আর এই ম্যাচের পরেই মোহনবাগান কলকাতা লিগের ডার্বিতে খেলতে নামবে। কালীঘাট অবশ্য তিন ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি। তারপরেও কালীঘাট এমএস-কে নিয়ে যথেষ্ট ভাবনাচিন্তা করছে মোহনবাগান এবং গুরুত্ব দিচ্ছেন সবুজ মেরুন কোচ। ইতিমধ্যেই মোহনবাগান অনুশীলনে নেমে গেছেন কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট ও গ্লেন মার্টিন্সের মতো সিনিয়র দলের তারকারা। 

তবে এই চার ফুটবলারকে বুধবার প্রথম একাদশে রাখা হবে কিনা, তা নিশ্চিত নয় 

আপাতত তারা কন্ডিশনিং কোচের কাছে রিহ্যাব করছেন। মঙ্গলবার, কিয়ান এবং গ্লেনকে সাইডলাইনে অনুশীলন করতে দেখা গেল। ওদিকে সুহেলও পুরো অনুশীলন করেননি। তবে কালীঘাটের বিরুদ্ধে বেশ কয়েকটি পরিবর্তন আসতে চলেছে দলে।

কোচ ডেগি কার্ডোজো জানিয়েছেন, “চারজনই কন্ডিশনিংকোচের কাছে রিহ্যাব করছে। ওদের নিয়ে কাজ চলছে দলে। তবে আমাদের ফোকাস থাকবে রিজার্ভ দলের ফুটবলারদের দিকেই। বুধবারম দলে ২-৩টি পরিবর্তন আসতে পারে। ওরা ভালো খেলছে। ডার্বির আগে তাই একেবারেই হালকাভাবে নিচ্ছি না ওদের।”

অর্থাৎ, একেবারেই ডার্বির আগে পয়েন্ট খোয়াতে রাজি নয় মোহনবাগান 

কারণ, পাঠচক্রের কাছে হেরেছে আরেক প্রধান। সেইরকম কিছু চাইছে না সবুজ মেরুন ব্রিগেড। বুধবার, ঘরোয়া লিগে মোহনবাগানের সামনে রয়েছে কালীঘাট এমএস। আর এই ম্যাচের পরেই কলকাতা লিগের ডার্বি খেলতে নামবে মোহনবাগান। কালীঘাট অবশ্য তিন ম্যাচ খেলে এখনও জিততে পারেনি। কিন্তু কালীঘাটকে বেশ সমীহ করছে মোহনবাগান এবং গুরুত্ব দিচ্ছেন সবুজ মেরুন কোচও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।