সংক্ষিপ্ত

অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। 

বলা চলে, শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানা মানসিকতার উদাহরণ দিলেন মোহনবাগান ফুটবলাররা। কিন্তু ম্যাচের পরেই কার্যত বিস্ফোরক কোচ জোসে মোলিনা।

শনিবারের ম্যাচের ফলাফল নিয়ে মোহনবাগান কোচ খুশি হলেও দলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সেটা নন তিনি। কিন্তু কেন? তাঁর কথায়, এটি নাকি জঘন্য পারফরম্যান্স।

তিনি জানিয়েছেন, “ম্যাচের ফল দেখে আমি ভীষণ খুশি। কিন্তু আমরা সত্যিই ভালো খেলতে পারিনি। কারণ, দিনটাই হয়ত আমাদের ছিল না। সম্ভবত এই মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে এটি। তবে কেরালা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করতে পেরেছে। তবে শেষ পর্যন্ত যে, আমাদের ছেলেরা চেষ্টা করেছে এবং সফল হয়েছে, এটাই সবথেকে ভালো একটা দিক।”

মোলিনা আরও যোগ করেছেন, “এটা আমাদের দলের একটা ইতিবাচক দিক। কেউ হাল ছাড়ে না। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা। এছাড়াও একাধিক ভুল হয়েছে আমাদের। যদিও মাঝে মাঝে এইরকম ভুল হয়ে যায়। কিন্তু আমাদের টিম স্পিরিট দারুণ জায়গায় রয়েছে।”

মোহনবাগান হেডস্যার বলছেন, “কেরালার প্রথম গোলটি হয় আসলে আমাদেরই ভুলে। এরপর দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফসকে যায়। তবে বিশাল একজন ভালো গোলকিপার। সেই প্রমাণ ও নিজেই দিয়েছে। আসলে এইরকম ভুল সবারই হয়। তবে আমাদের উন্নতির জন্য আরও পরিশ্রম করতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।