Tutu Bose Mohun Bagan: না, এবার আর কোনও ফুটবলার নয়। ‘মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস।

Tutu Bose Mohun Bagan: মোহনবাগান তাঁবুতে নবগঠিত কমিটির কর্মসমিতির বৈঠকে নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে এবার আর কোনও ফুটবলার নয়। ‘মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস। পরের বছর এই সম্মান পাবেন আরেক প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। 

তাঁকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। শনিবার, মোহনবাগান তাঁবুতে নবগঠিত কমিটির কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভা থেকে দুজন ‘মোহনবাগান রত্ন’ প্রাপকের নাম ঘোষণা করা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

উল্লেখ্য, গত ২০০৭ সালে সবুজ মেরুন তাঁবুতে ক্লাব কর্তা হিসেবে ‘মোহনবাগান রত্ন’ পেয়েছিলেন প্রয়াত ধীরেন দে। তারপর থেকে এই পুরস্কার সাধারণত প্রাক্তন ফুটবলারদেরই দেওয়া হত। তবে এই প্রথা এবার এবং পরের বছরের জন্য বদল করা হচ্ছে। আগামী ২৯ জুলাই, মোহনবাগান দিবসে টুটু বোসকে এই সম্মান জানানো হবে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রথমবারের জন্য মোহনবাগানের সচিব হন টুটু বোস

 তারপরের কয়েকটা বছর মোহনবাগান ক্লাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন বিদেশি ফুটবলার সই করানো থেকে শুরু করে ব্যালট পেপারে ভোটগ্রহণ, ইত্যাদি একাধিক কাজকে নতুনভাবে যুক্ত করা হয়। 

এমনকি, গত ২০২০ সালে আরপিএসজি গ্রুপের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মোহনবাগানের ঐতিহাসিক চুক্তির ক্ষেত্রেও ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন টুটু বোস। কার্যত, সেই ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মাঝে সভাপতিও থাকেন বেশ কয়েক বছর, এরপর ২০১৮-২০২০ মরশুমে ফের সচিব হন এবং ২০২০-২০২৫ সাল পর্যন্ত ছিলেন মোহনবাগানের সভাপতি। আর এবার টুটু বোস পেতে চলেছেন ‘মোহনবাগান রত্ন' সম্মান। 

এই প্রসঙ্গে একটি বিবৃতিতে টুটু বোস জানিয়েছেন “আমি নবগঠিত কার্যকরী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ‘মোহনবাগান রত্ন’ দেওয়ার জন্য। গত ১৯৯১ সাল থেকে আমার সাধ্যমতো যতদিন পেরেছি এবং যতটা পেরেছি, মাতৃসম মোহনবাগান ক্লাবের সেবা করে এসেছি। আমাদের অগণিত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের জানাই আমার আকণ্ঠ সবুজ-মেরুন ভালোবাসা। পুনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে সেই জন্মেও আমি যেন মোহনবাগানের সেবা করতে পারি।” 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।