সংক্ষিপ্ত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে (AFC Champions League 2) নিজেদের প্রথম ম্যাচে নামতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে (AFC Champions League 2) নিজেদের প্রথম ম্যাচে নামতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। বুধবার, অর্থাৎ ১৮ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান বনাম রভশন ফুটবল ক্লাব (Ravshan FC)। কিন্তু খেলা দেখা যাবে কোথায়?

রভশন এফসি মূলত তাজিকিস্তানের ফুটবল দল। বুধবার তারা মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেডের। বলা যেতে পারে, বেশ কঠিন গ্রুপেই পড়েছে মোলিনা ব্রিগেড। উল্লেখ্য, নতুন ফরম্যাটে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা এবার ৩২টি৷

গ্রুপে এ-তে মোহনবাগানের প্রতিপক্ষ রভশন ফুটবল ক্লাব ছাড়াও অন্য আরও দুটি দল। তাদের মধ্যে একটি হল কাতারের আল-ওয়াকরাহ স্পোর্টস ক্লাব এবং আজারবাইজানের ট্র্যাক্টর এফসি৷ হোম-অ্যাওয়ে ভিত্তিতে এই তিন প্রতিপক্ষের বিরুদ্ধে গ্রুপ পর্বে মোট ৬টি ম্যাচ খেলবে বাগান শিবির৷

এরপর গ্রুপের শীর্ষস্থানে থাকা দুটি ক্লাব পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে৷ প্রসঙ্গত, গতবছর ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) শিল্ড জয়ের সুবাদে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র অর্জন করে মোহনবাগান। অন্যদিকে, সবুজ মেরুনের প্রথম প্রতিপক্ষ রভশন ক্লাব গত ২০২৩ সালে, তাজিকিস্তান হায়ার লিগে রানার্স হওয়ার দরুণ জায়গা পাকা করে নেয় এই প্রতিযোগিতায়৷

সেই দুই দলই এবার প্রথমবারের জন্য মুখোমুখি হতে চলেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গুরুত্বপূর্ণ লড়াইতে বুধবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে তারা।

কিন্তু আপামর মোহনবাগান সমর্থকদের মনে প্রশ্ন একটাই, খেলা কোথায় দেখাবে? সবুজ মেরুন জনতা তাদের প্রিয় ক্লাবের ম্যাচটি দেখতে পাবেন ফ্যানকোড মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে৷ লগইন করে মাত্র ২৫ টাকা দিয়েই ম্যাচ পাস কিনে খেলা দেখতে পাবেন মোহনবাগান সমর্থকরা। আর কেউ যদি গোটা এসিএল ২-এর (ACL-2) জন্য সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে তাঁকে খরচ করতে হবে ৯৯ টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।