IFA Shield 2025: নির্ধারিত এবং অতিরিক্ত সময় পর্যন্ত, খেলার ফলাফল ছিল ১-১। কিন্তু টাইব্রেকারে বাজিমাৎ করে বাগান শিবির। টানটান উত্তেজনার টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড।

IFA Shield 2025: ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ১২৫ তম আইএফএ শিল্ড জিতল মোহনবাগান (kolkata derby 2025)। লাল হলুদ বধ করে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল সবুজ মেরুন ব্রিগেড। আর তারপরেই একে একে মুখ খুলেছেন মোহনাগানের ফুটবলার, কোচ এবং কর্মকর্তারা (ifa shield final 2025)। 

কী বলছে মোহনবাগান?

নির্ধারিত এবং অতিরিক্ত সময় পর্যন্ত, খেলার ফলাফল ছিল ১-১। কিন্তু টাইব্রেকারে বাজিমাৎ করে বাগান শিবির। টানটান উত্তেজনার টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড।

Scroll to load tweet…

এই জয়ের পর মোহনবাগানের অন্যতম তারকা রবসন বলেন, “আমরা ভীষণ খুশি। একটা দল হিসেবে খেলেছে মোহনবাগান। আমরা আবার মাঠে নামব এবং জিতব।" দিমিত্রি পেত্রাতোসের কথায়, “ফাইনালে ভালো লড়াই হয়েছে। জিতে দারুণ লাগছে। আমরা মাঠে নেমেছিলাম জয় ছিনিয়ে আনতে। সেটাই করে দেখালাম। আরেকটা ট্রফি জয়। ভীষণ খুশি। এইভাবেই আমাদের দলকে আপনারা সমর্থন করতে থাকুন। আমরা আপনাদের ভালোবাসি। আরও ম্যাচ খেলতে চাই এবং এই জার্সিতে নিজেদের সেরাটাই দিতে চাই।"

অন্যদিকে, জয়ের পর মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস জানালেন, “ডার্বি আমার কাছে সবসময় স্পেশ্যাল। এই দিনটাই আলাদা। সবাই উত্তেজিত থাকে। তাই আমি নিজেও খুশি এই ম্যাচটা জিততে পেরে। মোহনবাগান সমর্থকরাও খুশি, দল জিতেছে বলে। এটা আমার মোহনবাগানের হয়ে প্রথম আইএফএ শিল্ড জয়। আরও ভালো লাগছে। আমরা একটা দল হিসেবে ভালো ফুটবল খেলতে পেরেছি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা।"

Scroll to load tweet…

জয়ের পর খুশি সবাই

লিস্টন কোলাসো বললেন, “আমরা ভীষণ খুশি। আমার স্ত্রী, দল, পরিবার এবং সমর্থকদের এই ট্রফিটা উৎসর্গ করতে চাই। এই জয় সুপার কাপে আমাদের আত্মবিশ্বাস জোগাবে।" ভিশাল কেইথের মতে, “আমরা কাউকে ভয় পাইনা। প্রতিদিনের অনুশীলন আমাদের এই জয় এনে দিয়েছে।"

মোহনবাগান কোচ জোসে মোলিনার কথায়, “ছেলেদের খেলায় খুশি। গোটা দল ভালো খেলেছে। এখন সেলিব্রেশনের সময়। মোহনবাগানের কাছে জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সেটা মাথায় রেখেই খেলতে নেমেছিলাম। গোটা দল নিজেদের সেরা ফুটবলটাই উপহার দিয়েছে। এই মুহূর্তটা খুবই আনন্দের।"

জেসন কামিংস জানালেন, “আমরা আসল কাজটা করতে পেরেছি। দলের সবাইকে অভিনন্দন। আরও একটা ট্রফি এল মোহনবাগানের ক্যাবিনেটে। আসলে আমাদের দল একটা পরিবার। তাই ভালো ফুটবল খেলতে পেরেছি আমরা। সমর্থকদেরও অনেক ধন্যবাদ। "

আপুইয়া বললেন, “ গোলের পর আমি প্রথমে বুঝতে পারিনি। কিন্তু পরে নিশ্চিত হই। খুব ভালো লাগছে ফাইনাল জিতে।"

মোহনবাগান কর্তা দেবাশিস দত্তের কথায়, “ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড জয়ের জন্য ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্টের সবাইকে অনেক ধন্যবাদ। সবথেকে বড় ধন্যবাদ দেবো সমর্থকদের। যারা দলকে পুরোপুরি সমর্থন করেছেন। মোহনবাগান পরিবার যে কতটা এক, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। আর কার সঙ্গে বদলা? আরে ৫ বছর ধরে যা করে দিয়েছি, তাতে আর বদলা বলে কিছু হয়না।"

দুর্দান্ত ফাইনাল

কিয়ান নাসিরি জানালেন, “চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। খেলা তো ইন্টারেস্টিং হবে, কঠিন হবে। কিন্তু দিনের শেষে আমরা জিতেছি। এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, মোহনবাগান শুধুমাত্র প্রতিযোগিতায় অংশ নিতে মাঠে নামেনা, জিততে নামে।"

আইএফএ সচিব অনির্বাণ দত্তের কথায়, “আমরা অনেকদিন ধরে আইএফএ শিল্ডকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলাম। শেষপর্যন্ত, আমরা ফেডারেশনকে রাজি করিয়ে, স্লট জোগাড় করে আইএফএ শিল্ডকে ফিরিয়ে আনতে পেরেছি এবং ভালোভাবে শিল্ডটা শেষ হল। একটা ভরা স্টেডিয়ামে ম্যাচটা হল, সবাই আনন্দ করে উপভোগ করল ফাইনাল খেলাটা। এটাই সবথেকে বড় পাওনা। গ্যালারি ছাড়া খেলা হয় নাকি?"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।