Super Cup 2025 Quarter Final: জমে উঠল সুপার কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল (Super Cup 2025 Quarter Final)।
Super Cup 2025 Quarter Final: সুপার কাপের (Super Cup 2025) তৃতীয় কোয়ার্টার ফাইনালে রবিবার বিকেলে, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্টার কাশী বনাম মুম্বই সিটি এফসি (Inter Kashi vs Mumbai City FC)।
আর সেই ম্যাচেই ইন্টার কাশীর বিরুদ্ধে কষ্টার্জিত জয় মুম্বই সিটি এফসির। ১-০ গোলে জিতে সেমিফাইনালে ছাংতেরা।
এদিন ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ে। একদিকে ইন্টার কাশীর ব্রাইস থেকে মারিও আক্রমণ তুলে আনতে থাকেন এবং অপরদিকে মুম্বইয়ের ছাংতে থেকে হিতেশ শর্মারা ঝড় তুলতে শুরু করেন। কখনও মাঝমাঠ ছিল কাশীর দখলে তো কখনও আবার মুম্বইয়ের দখলে (Inter Kashi vs Mumbai City FC Live 2025)।
সবথেকে বড় বিষয়, অরিত্র, সার্থক এবং ডেভিডরা ইন্টার কাশীর রক্ষণভাগকে বেশ বুদ্ধি করেই সামলাচ্ছিলেন। কারণ, দুই উইং ব্যবহার করে আক্রমণে ওঠার চেষ্টা করছিল মুম্বই। বিশেষ করে মুম্বই সিটি এফসি ফরোয়ার্ড নৌফল এবং নিকোলাসের কথা বলতেই হয়। বারংবার তারা চাপ বাড়াতে থাকেন কাশীর ডি-বক্সে। কিন্তু গোল আসছিল না কিছুতেই (Inter Kashi vs Mumbai City FC Highlights)।
আর ঠিক উল্টোদিকে, বারবার কাউন্টার অ্যাটাকে উঠে আসছিলেন ইন্টার কাশীর ফুটবলাররা। বিশেষত, এই ম্যাচেও বেশ ভালো ফুটবল উপহার দেন এডমুন্ড এবং প্রশান্থ। একাধিক সুযোগ তৈরির চেষ্টা করেন তারা। তবে মুম্বই ডিফেন্ডার মেহতাব সিং এবং ফ্র্যাঙ্কলিনের কথা বলতেই হয়।

ইন্টার কাশীর বেশিরভাগ আক্রমণই তারা রুখে দেন। দুই দলেরই একাধিক শট বিরুদ্ধের পায়ের জটলায় আটকে যায়, নয়ত গোলপোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়। কিন্তু এদিন এক অদ্ভুত ঘটনা ঘটে কলিঙ্গ স্টেডিয়ামে (Super Cup 2025 match)।
হটাৎ করেই মৌমাছির উপদ্রব শুরু হয়ে যায় মাঠে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে, খেলা বন্ধ রাখতে হয় প্রায় অনেকক্ষণ। এক সহকারী রেফারি কার্যত, মাঠে শুয়ে পড়েন। মৌমাছির তাণ্ডব শেষ হওয়ার পর, ফের খেলা শুরু হয়। সেইজন্য ১৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় প্রথমার্ধে। আর সেই সময়েই গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন মুম্বই ডিফেন্ডার নাথান রডরিগেজ। তাঁর বদলে মাঠে আসেন ক্রোউমা।
শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই (Super Cup 2025 news)।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মুম্বই সিটি এফসি। পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেন নিকোলা এবং টোম্বারাও। খেলার ৪৭ মিনিটে, দুরন্ত একটি সেভ করেন ইন্টার কাশী গোলকিপার শুভম। তার ঠিক কয়েক মুহূর্ত বাদেই ম্যাচের ৫২ মিনিটে, মেহতাব সিং-এর হেডার বারপোষ্টে লেগে প্রতিহত হয়। কিন্তু লাগাতার আক্রমণের ফলাফল হাতেনাতে মুম্বই পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।

ম্যাচের ৭২ মিনিটে, গোল করে মুম্বইকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক ছাংতে (LZ Chhangte)। অন্যদিকে, হলুদ কার্ড দেখেন ইন্টার কাশীর আসিফ। এদিকে খেলার ৮৪ মিনিটের মাথায়, এডমুন্ডের দূরপাল্লার শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়। নাহলে সমতা ফেরাতে পারত ইন্টার কাশী।
কিন্তু শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। ইন্টার কাশীর বিরুদ্ধে মাত্র ১ গোলে জিতে সুপার কাপের সেমিফাইনালে গেল মুম্বই সিটি এফসি। ম্যাচের সেরা জর্জ ওর্টিজ (Jorge Ortiz)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

