সংক্ষিপ্ত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথে ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিচ্ছেন বিশ্ব ফুটবলের সেরা তারকারা। ক্রমশঃ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সৌদি প্রো লিগ।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমার পর নেইমার জুনিয়র, বিশ্ব ফুটবলের আরও এক বিখ্যাত তারকা নেইমার জুনিয়রও এবার সৌদি প্রো লিগে যোগ দিচ্ছেন। প্যারিস সাঁ-জা ছেড়ে আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার। তিনি ৮৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলবদল করছেন। কয়েক মাস আগেই পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আগামী মরসুমে কিলিয়ান এমবাপেও দল ছাড়বেন বলে শোনা যাচ্ছে। ফলে পিএসজি-র তারকাখচিত দল ভেঙে যাচ্ছে। ২ বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার। চলতি মরসুমে সৌদি প্রো লিগে এটাই সবচেয়ে বড় দলবদল হতে চলেছে। রোনাল্ডো ও বেনজেমার পাশাপাশি নেইমারও সৌদি প্রো লিগ মাতিয়ে দেবেন বলে আশা ফুটবলপ্রেমীদের। 

বার্সেলোনা ছেড়ে ২০১৬ সালে পিএসজি-তে যোগ দেন নেইমার। তিনি এই ক্লাবকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি। মেসি, এমবাপে, নেইমার একসঙ্গে খেলা সত্ত্বেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি। সেই কারণেই ৩২ বছরের নেইমারকে ছেড়ে দিচ্ছে পিএসজি। 

২০২৭ পর্যন্ত পিএসজি-র সঙ্গে চুক্তি ছিল নেইমারের। প্রতি বছর বেতন ছিল ২৫ মিলিয়ন পাউন্ড। সেই বেতন আর দিতে হচ্ছে না পিএসজি-কে। নতুন অনেক নিয়ম জারি করেছে উয়েফা। ফুটবলারদের বেতন, দলবদলের ফি, এজেন্টদের ফি নির্দিষ্ট করে দিয়েছে উয়েফা। এগুলি ক্লাবের মোট রাজস্বের ৭০ শতাংশের বেশি হওয়া চলবে না। গত ৩ বছরে ৬০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতির মুখে পড়েছে পিএসজি। সেই ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে পিএসজি। গত বছর ফুটবলারদের দলবদল সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় ৫৬ মিলিয়ন পাউন্ড জরিমানা হয় পিএসজি-র। যদিও ৪৭.৫ মিলিয়ন পাউন্ড জরিমানা দিতে হয়নি পিএসজি-কে।

পিএসজি-র মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্যে তারকাখচিত দল গড়ে। কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে ১১৮ গোল করেও পিএসজি-কে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি নেইমার। এবার তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়ছে পিএসজি। ক্লাব ছেড়েছেন সের্জিও র‍্যামোসও। দলে যোগ দিয়েছেন উসমানে ডেম্বেলে, হুগো একিটিকে, মিলান স্ক্রিনিয়ার, মার্কো আসেনসিও, লি কাং-ইন, ম্যানুয়েল উগার্তে, গনসালো র‍্যামোস। তাঁদের নিয়েই এবার সাফল্য পাওয়ার চেষ্টা করছে পিএসজি। চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হননি এমবাপে। তিনি ফ্রি-এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চাইছেন। যদিও এভাবে এমবাপেকে ছেড়ে দিতে নারাজ পিএসজি।

আরও পড়ুন-

আল-নাসরে যোগ দেওয়ার পর প্রথম ট্রফি জয়, গর্বিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Lionel Messi : ৫ ম্যাচে ৮ গোল! লিগস কাপে ইন্টার মায়ামির সুপারহিরো লিওনেল মেসি

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার